সারা অর্জুন

ইন্ডাস্ট্রিতে বরাবরই শিশুশিল্পী হিসেবে তারকা সন্তানদের কদর একটু বেশিই থাকে। তা সে বলিউড হোক কিংবা সাউথের টলিউড সবক্ষেত্রেই ছবিটা প্রায় একই। দক্ষিণী ইন্ডাস্ট্রির এমনই একজন জনপ্রিয় তারকা সন্তান হলেন   সারা অর্জুন। তিনি টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। বর্তমানে এই অভিনেত্রীর বয়স মাত্র ১৭ বছর। জানলে অবাক হবেন এই বয়সেই তিনি ভারতের সবথেকে ধনী শিশু শিল্পী হওয়ার রেকর্ড তৈরি করেছেন।

জানা যাচ্ছে ২০১৩ সালের মধ্যে সারার মোট সম্পত্তি দাঁড়িয়েছে ১০ কোটিতে। এতটুকু বয়সেই তাঁর  পারিশ্রমিকের অংকটাও কিন্তু অনেক শিশু তারকাদের থেকেও বেশি হয়ে থাকে। তামিল এবং হিন্দি উভয় ধরণের সিনেমাতেই চুটিয়ে অভিনয় করছেন সারা। ২০০৬ সালে জন্মগ্রহণ করেছিলেন সারা। জানলে অবাক হবেন মাত্র দেড় বছর বয়সেই  বাবা-মায়ের সাথে একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন এই জনপ্রিয় শিশুশিল্পী।

এছাড়া তিনি আরও একাধিক বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছিলেন। তবে মাত্র পাঁচ বছর বয়সে হিন্দি সিনেমা ৪০৪  এবং তামিল সিনেমা দেবা থিরুমাগাল দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে বিক্রমের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় দারুন প্রশংসা পেয়েছিল দর্শক মহলে।

এছাড়াও বলিউডের ঐশ্বর্য রাই বচ্চনের ‘জজবা’ কিংবা সালমান খানের ‘জয় হো’ অথবা  ইমরান হাসমির ‘এক থি ডায়ান’-এর  মতো একাধিক বলিউড সিনেমাতেও চুটিয়ে  অভিনয় করেছেন জনপ্রিয় এই শিশু শিল্পী। তবে সারা অর্জুন সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন ২০২১ সালে মণি রত্নমের ম্যাগনাম ওপাস পনিয়িন সেলভানে ঐশ্বর্য রায় বচ্চনের ছোটবেলার নন্দিনী চরিত্রে অভিনয় করে। এই সিনেমার প্রথম পর্বে তার একটি ছোট ভূমিকা ছিল। কিন্তু দ্বিতীয় পর্বে তাঁর চরিত্রটি বেশ বড় এবং আকর্ষণীয়ও ছিল। অন্যদিকে অর্জুনকে পরবর্তীতে পথ: দ্য লেসন অ্যান্ড কোটেশন গ্যাং-এ দেখা যাবে।

এছাড়াও জানা যাচ্ছে থালাপাতি বিজয়ের সাথেও তাঁর একটি প্রজেক্ট রয়েছে। জানা যাচ্ছে সেখানে সারা দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও ‘সাইভম’-এ প্রধান চরিত্রে অভিনয় করে দারুন প্রশংসা পেয়েছিলেন তিনি।  এই সিনেমায়  তিনি নাসারের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে সারা প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর খুব তাড়াতাড়ি তাকে থালাপাতি বিজয়ের সাথে একটি সিনেমার দেখা যাবে। যদিও তা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *