জনগণের সেবায় সরকারের তরফ থেকে চালু করা হয় বিভিন্ন ধরনের প্রকল্প। দেশের প্রত্যেক কোণায় কোণায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশবাসীদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে আনা হয় এই সমস্ত প্রকল্পের আওতায়। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের তরফেই বর্তমানে প্রচলিত রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য প্রকল্প। আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের স্বাস্থ্য বীমা দেওয়ার জন্য চালু করা হয়েছিল আয়ুষ্মান ভারত প্রকল্প। এবার এই আয়ুষ্মান ভারতকেও ছাপিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আনা হচ্ছে আরো একটি নতুন স্কিম। যার ফলে গ্রাম থেকে শহর দেশের প্রত্যেক প্রান্তের মানুষের চিকিৎসার জন্য খুলে যাবে এক নতুন দিশা।
দেশবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্রের এই নতুন চিকিৎসা সংক্রান্ত প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের নাম ‘আয়ুষ্মান ভব’। যা আসলে আয়ুষ্মান ভারত প্রকল্পের ছাতার তলায় থেকেই দেশের নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেবে। দেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। বুধবার গুজরাটের গান্ধীনগর রাজভবন থেকে ভার্চুয়ালি এই কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মুর্মু। সেইসঙ্গে চালু করা হয়েছে আয়ুষ্মান ভব পোর্টাল।
কেন্দ্রীয় এই প্রকল্পটি মূলত একটি সহযোগিতামূলক প্রচেষ্টা যা পরিচালিত হবে গ্রাম পঞ্চায়েতের দ্বারা। স্বাস্থ্য বিভাগ অন্যান্য সরকারি দপ্তর এবং গ্রাম ও শহরের নির্ধারিত সংস্থাগুলির সমন্বয়ে পরিচালিত হবে এই পরিষেবা। এই প্রকল্পের সাথেই আয়োজন করা হবে আয়ুষ্মান মেলাও। এই মেলা গুলি গ্রামের স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি সেন্টারগুলিতে আয়োজন করা হবে। যেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে দেশবাসী। এছাড়া আয়ুষ্মান ভব পোর্টাল থেকেও নিজেদের নাম নথিভুক্ত করা যাবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রতিটি গ্রাম এবং শহরের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া।
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য সবার জন্য আয়ুষ্মান কার্ড তৈরি করা। এই কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দেওয়া স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত সুবিধা লাভ করতে পারবেন সকল দেশবাসী। সাথে মিলবে টেলি মেডিসিনের সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। প্রসঙ্গত আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ওই দিন থেকেই শুরু হবে কেন্দ্রের এই নতুন প্রকল্পের প্রচার অভিযান। যা চলবে আগামী ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তী পর্যন্ত।
Leave a Reply