প্রেম করে বিয়ে করতে চান? জপ করুন শ্রীকৃষ্ণের ৫টি শক্তিশালী প্রেমজয়ী মন্ত্র, এই ৫ মন্ত্রেই বশে আসবে সঙ্গী, দূর হবে প্রেমের বাঁধা

প্রেম করে বিয়ে করতে চান? জপ করুন শ্রীকৃষ্ণের ৫টি শক্তিশালী প্রেমজয়ী মন্ত্র, এই ৫ মন্ত্রেই
বশে আসবে সঙ্গী, দূর হবে প্রেমের বাঁধা

প্রেম করে বিয়ে করতে চান?
জপ করুন শ্রীকৃষ্ণের ৫টি শক্তিশালী
প্রেমজয়ী মন্ত্র!

এই ৫ মন্ত্রেই
বশে আসবে সঙ্গী!

অত্যন্ত শক্তিশালী,অলৌকিক মন্ত্র!
নিয়ম মেনে জপলেই দূর হবে প্রেমের বাঁধা!

প্রেম গড়াবে ছাদনাতলা!
চিরজীবনের জন্য পাশে পাবেন
পছন্দের সঙ্গীকে!

এই ৫টি মন্ত্র কি কি?
কীভাবে পাঠ করবেন এই মন্ত্রগুলো?
দেখুন কি বলছে হিন্দু শাস্ত্র

ইদানিং দেখে শুনে বিয়ে করার চেয়েও প্রেম করে বিয়ে করার সংখ্যা অনেক বেশি বেড়েছে। তবে অনেকেই প্রেম করার পরেও বিয়ে পর্যন্ত এগোতে পারেন না। প্রেমের সম্পর্ক ছাদনা তলা যাওয়ার আগেই ভেঙে যায়। ফলে প্রেম করে বিয়ে করার স্বপ্ন, শুধু স্বপ্নই থেকে যায়। এই সমস্যার সমাধান দিয়েছে সনাতন হিন্দু শাস্ত্র। সনাতন ধর্মে আদর্শ প্রেমের দৃষ্টান্ত ভগবান শ্রী কৃষ্ণ ও তার সখী রাধা। রাধা-কৃষ্ণের অমর প্রেম আজও বিশ্বজুড়ে নন্দিত। প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে ভগবান শ্রী কৃষ্ণের ৫টি মন্ত্র রয়েছে। শাস্ত্র মতে, এই ৫টি মন্ত্র অত্যন্ত শক্তিশালী। জপ করলেই নাকি প্রেম পর্ব ছাদনাতলা পর্যন্ত পৌঁছায়। আজকের প্রতিবেদনে এই ৫টি মন্ত্র আপনাদের শোনাতে চলেছি। এক নজরে দেখুন মন্ত্রগুলো-

১, ওম নমো ভগবতে শ্রীগোবিন্দায় নমঃ-

এই মন্ত্রটি তাদের জন্য যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন কিন্তু পারছেন না। যারা সঙ্গীর প্রতি বার বার বিশ্বাস হারিয়ে, অহেতুক ঝামেলা বাড়িয়ে প্রেমের সম্পর্ক নষ্ট করছেন তাদের জন্য খুবই উপকারী এই মন্ত্র। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়। আত্মবিশ্বাস ও মনোবল বাড়ে। প্রতিদিন স্নান করে ১০৮ বার করে এই মন্ত্রটি জপ করলে প্রেম পর্ব স্বার্থক হয়।

২, ওম ক্লিম কৃষ্ণায় শ্রী গোবিন্দায় শ্রী গোপীজনবল্লভায় স্বাহা হরসো-

প্রত্যেকেই চাই, মনের মতন সঙ্গীকে সারা জীবন পাশে পেতে। কিন্তু এই ইচ্ছে কজনের মিটে বলুন তো? তাদের জন্যই এই মন্ত্র। এই মন্ত্র জপ করলে মনে মনে যাকে সঙ্গী হিসেবে পেতে চান তাকে পাওয়ার সম্ভাবনা বাড়ে।

৩, ওম শ্রী শ্রী ক্লিম শ্রী কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় শ্রী শ্রী শ্রী-

প্রেম জীবনে যাদের বার বার বিপত্তি আসে, দুর্ঘটনা ঘটে তাদের জন্য খুবই কার্যকরী এই মন্ত্র। এই মন্ত্র জপ করলে অকারণে সম্পর্ক ভাঙা বন্ধ হবে।

৪, ওম নমো ভগবতে নন্দপুত্রায় আনন্দবপুষে গোপীজন বল্লভায় স্বাহা-

এই মন্ত্র পাঠ ভগবান শ্রী কৃষ্ণের কৃপা লাভ হয়। তিনি স্বয়ং প্রেম জীবন সফল হতে দু হাত তুলে আশীর্বাদ দেন।

৫, লীলাদন্ড গোপীজনসংসক্তদোর্দন্ড বলরূপ মেঘশ্যাম ভগবান বিষ্ণো স্বাহা –

এই মন্ত্র জপ করলে ভালো পাত্র , পাত্রী জোটে। ভালো বিয়ে হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *