রূপচর্চা

হাতে গোনা আর মাত্র কয়েকদিন। তারপরেই এসে পড়বে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই আড্ডা, খাওয়া দাওয়ার, পাশাপাশি জমিয়ে চলে সাজগোজ আর রূপচর্চা। পুজো স্পেশাল এই রুপচর্চার জন্য অনেকেরই ভরসা পছন্দের নায়িকাদের দেওয়া টোটকা। কিংবা এইসব বলি সুন্দরীরা যেসব নিত্যনতুন ফেশিয়াল দিয়ে রূপচর্চা করেন সেদিকেই নজর থাকে সকলের। এই সময় যদি জানা যায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, কিংবা  করিনা কপূর থেকে সুদূর হলিউডের কিম কার্ডাশিয়ান কোন ফেশিয়াল করছেন, তাহলে তা বোধ হয় মন্দ হয় না কি বলেন? তাই আর দেরি না করে পুজোর আগে হাতে গোনা যে কদিন সময় আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন তাড়াতাড়ি।

করিনা কাপুর:

বয়স যেন থমকে গিয়েছে বলিউড অভিনেত্রী করিনা কাপুরের কাছে। তবে জানলে অবাক হবেন কোনো নামিদামি ফেশিয়াল নয় রূপচর্চায় এই বলি সুন্দরীর একমাত্র ভরসা ঘরোয়া উপাদান। তাই তৈমুর এবং জাহাঙ্গীর— দুই সন্তানের মা কারিনার মোহময়ী রূপে আজও ফিদা দেশের অসংখ্য তরুণ হৃদয়। নিজের রূপচর্চার জন্য বাড়ির হেঁশেল থেকেই সমস্ত উপাদান জোগাড় করেন এই বলি সুন্দরী। মধু, হলুদ বাটা এবং কাঠবাদামের তেল— এই তিন উপাদানের মিশ্রণ বেবোর ত্বকে আনে অপরূপ জেল্লা। এই বিউটি সিক্রেট উপাদানের সাহায্যেই ত্বকের যাবতীয় সমস্যা থেকে রেহাই পান বলি সুন্দরী। তাই এবারের পুজোয় ফেশিয়ালের টাকা খরচ না করেই ভরসা রাখুন বাড়ির নিজস্ব উপাদানে।

দীপিকা পাড়ুকোন:

রূপ-যৌবন ধরে রাখতে নতুন করে পথ দেখাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যার ফলে বয়স যাই হোক না কেন তার ভাঁজ পড়বে না ত্বকের ওপর। তাই নিজেকে সুইট সিক্সটিন রাখতে এই বলি সুন্দরীর পছন্দ এলইডি লাইট থেরাপি। যা প্রযুক্তির সাহায্যে ত্বকের সেলুলার স্তর পর্যন্তও  ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। নিয়ন্ত্রণে আনা সম্ভব ত্বকের বয়স। সেইসাথে প্রয়োজন সামান্য ঘরোয়া যত্নেরও। তাতেই নিমেষের মধ্যে ঝলমলে হয়ে উঠবে ত্বক। অনলাইনেই যে কেও অর্ডার করে ফেলতে পারেন এই এলইডি মাস্ক। তাই  বাড়ি বসেই এই থেরাপি করা যায়। তবে এখানে বলে রাখি এক্ষেত্রে একজন বিশেষজ্ঞেরই পরামর্শ প্রয়োজন। তাই কার ত্বকে কতটা তরঙ্গ প্রয়োজন, তা একজন দক্ষ, পেশাদার রূপচর্চা বিশেষজ্ঞই বলতে পারবেন।

কিম কার্ডাশিয়ান:

এবারের পুজোয় সবাইকে ক্লিন বোল্ড করতে কাজে লাগাতে পারেন হলিউড অভিনেত্রী কিম কার্ডাশিয়ানের টোটকাও। ত্বকের যত্ন নিতে মডেল-অভিনেত্রী কিম কার্ডাশিয়ানের ভরসা ‘এসকেকেএন’। এই সংস্থার প্রসাধনী দিয়ে কিম যে ফেশিয়াল করেন, তা নির্দিষ্ট ভাবে কিম ফেশিয়াল নামেই পরিচিত। এই বিষয়ে তাঁর ভরসা রূপচর্চা বিশেষজ্ঞ জোয়ান্না চেক। ওই সংস্থার স্ক্রাব, নারিশিং নাইট অয়েল, ফোমিং ক্লিনজ়ার, অয়েল ফ্রি ময়েশ্চারাইজ়ার এবং টোনার— দিয়েই ফেশিয়াল করেন তিনি। কিমের প্রসাধনী দিয়ে ফেশিয়াল করাতে চাইলে তা ওই সংস্থার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আপনিও।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *