নয়নতারা

সাউথের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সদ্য বলিউড বাদশা শাহরুখ খানের সাথে জুটি বেঁধে ‘জাওয়ান’ সিনেমার হাত ধরে তিনি ডেবিউ করেছেন বলিউডে। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমার শাহরুখ খান এবং নয়নতারা ছাড়াও খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন সাউথের জনপ্রিয় সুপারস্টার বিজয় সেতুপতি। তবে কেরিয়ারের  প্রথম হিন্দি সিনেমাতেই বাজিমাত করেছেন অভিনেত্রী।

তবে জাওয়ান ছাড়াও সাউথের এই সুন্দরী অভিনেত্রীর ঝুলিতে রয়েছে আরও একাধিক সফল সিনেমা। ২০০৩ সালে প্রথম মালেয়ালাম সিনেমার হাত ধরেই অভিনয় জগতে আত্মপ্রকাশ হয়েছিল নয়নতারার। তারপর দীর্ঘ প্রায় দু দশকের অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। এক নজরে দেখে নেওয়া যাক নয়নতারা অভিনীত সুপার হিট সিনেমাগুলির তালিকা।

নয়নতারার অভিনয়ে হাতেখড়ি হয় ২০০৩ সালের মালয়ালম সিনেমা ‘মানসিনাক্করে’র হাত ধরে। নয়নতারার এই ডেবিউ সিনেমার বাজেট ছিল ২০ কোটি টাকা। ছবিটি মুক্তির পর রমরমিয়ে ব্যবসা করেছিল। যা মুক্তির পর প্রেক্ষাগৃহে টানা ২০০ দিন ধরে চলেছিল।

মোহন রাজার পরিচালিত ২০১৫ সালের তামিল সিনেমা‘থানি ওরুভান’-এ মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন নয়নতারা। জানলে অবাক হবেন ১৫ কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে ১০৫ কোটির ব্যবসা করেছিল।

২০১০ সালে মুক্তি পেয়েছিল কন্নড় সিনেমা ‘সুপার’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন উপেন্দ্র। নয়নতারাও ছিলেন এই সিনেমায়। সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছিল।

গোপী নাইনার পরিচালিত ২০১৭ সালের তামিল সিনেমা ‘আরাম’ নয়নতারার অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা। ৫ কোটি টাকা বাজেটে তৈরী  ‘আরাম’ মুক্তি পাওয়ার পর ১৪ কোটি টাকা উপার্জন করেছিল।

অ্যাটলির কুমার পরিচালিত ‘জওয়ান’ নয়নতারার প্রথম হিন্দি সিনেমা হলেও অ্যাটলির সাথে আগেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন নয়নতারা। অ্যাটলি পরিচালিত তামিল সিনেমা  ‘রাজা রানি’-তে অভিনয় করেছিলেন  নয়নতারা। ২৫ কোটি টাকা বাজেটের এই সিনেমা ৮৪ কোটির ব্যবসা করেছিল।

নয়নতারা অভিনীত ‘মায়া’ নামের একটি ভূতের সিনেমাও ব্যাপক হিট হয়েছিল। ২০১৫ সালের এই সিনেমা ১০ কোটি টাকা বাজেটে তৈরী হলেও বক্স অফিস থেকে ৪৫কোটি টাকা লক্ষীলাভ করেছিল।

বলিউডে আমির খান অভিনীত গজিনী সিনেমা মুক্তি পাওয়ার তিন বছর আগেই সাউথে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘গজিনী’। এই সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন সুরিয়া এবং আসীন। আর পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন নয়নতারা। ৭ কোটি টাকা বাজেটের ছবি ‘গজিনী’ বক্স অফিস ৫০ কোটি টাকার ব্যবসা করেছিল।

২০১৮ সালে ব্যাপক হিট হয়েছিল নেলসন দিলীপকুমার পরিচালিত ব্ল্যাক কমেডির সঙ্গে ক্রাইম ঘরানার মিশেলে তৈরী তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’। নয়নতারা অভিনীত এই সিনেমায় নজর কেড়েছিলেন যোগী বাবু, শরণ্যা পোনভন্ননের মতো একাধিক দক্ষিণী তারকা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *