স্তনের আশে পাশের ৫টি লক্ষণ বুঝিয়ে দেবে আপনি স্তন ক্যান্সারে আক্রান্ত! এগুলো দেখা মাত্রই সতর্ক হন, এই ৫টি লক্ষণ কি কি?
স্তনের আশে পাশের
৫টি লক্ষণ বুঝিয়ে দেবে
আপনি স্তন ক্যান্সারে আক্রান্ত!
এই ৫টি লক্ষণেই লুকিয়ে
বড়সড় বিপদ সংকেত!
খুঁটিয়ে দেখলেই
খুঁজে পাবেন এই লক্ষণগুলো!
এগুলো দেখা মাত্রই সতর্ক হন!
চিকিৎসা শুরু করুন!
প্রাণ বাঁচাতে জানুন
লক্ষণগুলো কি কি?
বিগত কিছু বছর ধরে স্তন ক্যন্সার নামক অসুখটি বাড়াবাড়ি পর্যায়ে চলে এসেছে। গবেষণায় দেখা গিয়েছে স্তন ক্যান্সার আজকাল মহামারীতে পরিণত হয়েছে। ঘরে ঘরে বাড়ছে এই ব্যধির প্রকোপ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই রোগটির বাড় বাড়ন্তের নেপথ্যে মূল কারণ হল সচেতনতার অভাব। সামান্য একটু সচেতন হলেই এই রোগটিকে রুখে দেওয়া সম্ভব। স্তন ক্যন্সার হওয়ার আগেই শরীর আগেই জানান দিয়ে দেয়। স্তনের চারিপাশে বেশ কিছু লক্ষণ দেখা যায়। এর মধ্যে ৫টি লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। স্তনে কিংবা স্তনের আশে পাশে এই ৫টি লক্ষণ দেখা মাত্রই বুঝে নিতে হবে বিপদ দুয়ারে। যত দ্রুত আপনি এই লক্ষণগুলো ধরতে পারবেন ততই মঙ্গল। এক নজরে দেখুন লক্ষণ ৫টি কি কি-
১, ব্যথাঃ অনেক সময় অকারণে স্তনে এক ধরনের ব্যথা অনুভূত হয়। ব্যাথার অনুভূতি অনেকটা এই রকম- আপনার মনে হবে স্তনের ভিতর কোনো একটি জায়গায় তীব্র শুল ফুটছেন। আর সেখান থেকেই আপনার বীভৎস ব্যথা হচ্ছে। এই ধরনের অনুভূতি হলেই চিকিৎসকের পরামর্শ নিন।
২, শিরা দেখা যাওয়াঃ যদি আচমকা স্তনের উপর শিরা ভেসে ওঠে তাহলে সাবধান হয়ে যান। কারণ স্তন ক্যান্সারের অন্যতম প্রধান লক্ষণ আচমকা শিরা ভেসে ওঠা।
৩, স্তনবৃন্ত থেকে তরল নিঃসরণ: প্রেগন্যান্সি ছাড়াও যদি বিনা কারণে স্তনবৃন্ত থেকে তরল নিঃসরণ হয়, তাহলে দেরী না করে স্তন চেক আপ করিয়ে ফেলুন। কারণ এই লক্ষণটি স্তন ক্যান্সারের একটি বিশেষ উপসর্গ।
৪, স্তনের আকার পরিবর্তনঃ যদি আচমকা দেখেন যে স্তনের আকারে পরিবর্তন আসছে, দ্রুত সতর্ক হন। অনেক সময় স্তনের ভিতর টিউমার তৈরি হয়। যার ফলে স্তনের আকার বদলে যায়। সাধারণভাবে এই টিউমার বোঝা যায় না। চেক আপ করালেই কেবল ধরা পড়ে।
৫, স্তনে চারপাশে ছোট ছোট ফুসকুড়িঃ মাঝে মাঝে স্তনের চারিপাশে ছোট ছোট ফুসকুড়ি মতন দেখা যায়। এই ফুসকুড়িগুলো ধীরে ধীরে ফুলে যায়। এটাও স্তন ক্যান্সারের গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে একটি।
Leave a Reply