এবার রেল পরিষেবায় যুক্ত হবে AI! ভবিষ্যতে আর ঘটবে না করমণ্ডল এক্সপ্রেসের মতন কাণ্ড

এবার রেল পরিষেবায় যুক্ত হবে AI! ভবিষ্যতে আর ঘটবে না করমণ্ডল এক্সপ্রেসের মতন কাণ্ড

এবার রেল পরিষেবায় যুক্ত হবে AI!
কমে যাবে রেল দুর্ঘটনা!
হ্রাস পাবে লোকো পাইলটের ভুলভ্রান্তি!

ভবিষ্যতে আর ঘটবে না
করমণ্ডল এক্সপ্রেসের মতন কাণ্ড!

নাক ডেকে ঘুমোতে পারবে না
ট্রেন চালক!

ঘুমালেই
সতর্ক করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা!
বিপদ আসার আগেই দেবে সংকেত!

আর কি কি ভূমিকা পালন করবে আই?
কীভাবে থামাবে রেল দুর্ঘটনা?

ভারতের বৃহত্তম নেটওয়ার্ক ব্যবস্থা রেলওয়ের সাথে যুক্ত হতে চলেছে এআই। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছে। এবার রেল পরিষেবায় ভূমিকা পালন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ওরফে এআই। ভারতের লাখ লাখ মানুষের ভরসা রেল পরিষেবা। এই রেল পরিষেবাকে কেন্দ্র করে চালিত হয় বহু মানুষের জীবন। তাই রেল পরিষেবাকে আরও বেশি সুরক্ষিত করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভারতের রেল পরিষেবাকে আরও বেশি ঝুঁকিমুক্ত করে তোলা হবে। আপনারা জানেন যে কিছু আস আগেই ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। এই ধরনের বিপদ যাতে দ্বিতীয়বার না ঘটে সেই লক্ষ্যেই নাকি এআই’কে যুক্ত করা হবে ভারতীয় রেল পরিষেবায়।

রেলপরিষেবায় কি কি ভূমিকা পালন করবে এআই?

১, রেল দুর্ঘটনা যাতে কম হয় এই দিকে বিশেষ ভূমিকা পালন করবে এআই।

২, অনেক সময় ট্রেন চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন ট্রেন চালকেরা। যার জেরে ট্রেন দুর্ঘটনা ঘটে। হাজার হাজার যাত্রী প্রাণ সংকটে পড়ে। এই পরিস্থিতি মোকাবিলা করতে বিশেষভাবে কাজে লাগানো হবে এআই’কে।

৩, লোকো পাইলট ঘুমিয়ে পড়লে সাথে সাথে বিকট শব্দে এলারম বাজাবে এআই।

৪, লোকো পাইলট ভুল করে অসচেতন হয়ে পড়লে, ট্রেনের এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেন থামিয়ে দেবে এআই।

৫, যাত্রীদের সুরক্ষার্থে ২৪ ঘণ্টা ট্রেনে সচেতন অবস্থায় থাকবে এআই।

অনেকেই ভারতীয় রেল পরিষেবার এই নয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ বলছেন এর ফলে রেল দুর্ঘটনার প্রভাব অনেক কমবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *