‘পার্লে জি’ বিস্কুটের প্যাকেটে বাচ্চা মেয়েটি আসলে কে জানেন? মেয়েটি কি এখন বলিউডের কোনো নায়িকা? কি নাম মেয়েটির?

‘পার্লে জি’ বিস্কুটের প্যাকেটে বাচ্চা মেয়েটি আসলে কে জানেন? মেয়েটি কি এখন
বলিউডের কোনো নায়িকা? কি নাম মেয়েটির?

‘পার্লে জি’ বিস্কুটের প্যাকেটে
বাচ্চা মেয়েটি আসলে কে জানেন?

মেয়েটি কি এখন
বলিউডের কোনো নায়িকা?

কি নাম তার?
এখন কোথায় থাকে সে?

কেমন দেখতে হয়েছে?
কি করছে এখন?

মেয়েটির সত্যিকারের পরিচয় জানলে
অবাক হবেন আপনিও

৯০ দশকের কচি কাঁচাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ছিল *পার্লে-জি* বিস্কুট। স্কুলের টিফিন হোক বা বিকেলের খাবার *পার্লে-জি* বিস্কুট থাকা চাই। তবে এই বিস্কুট শুধু ৯০ দশকের গণ্ডিতেই আটকে থাকেনি, এখনকার জেনারেশনের কাছেও এই বিস্কুটের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই আগের মতই অটুট রয়েছে *পার্লে-জি* বিস্কুটের স্বাদ। মাত্র তিন টাকা দাম, গুনে গুনে সাতটা বিস্কুট, আজও বাজার কাঁপাচ্ছে এই বিস্কুট কোম্পানি। আজকালকার ডার্ক ফ্যান্টাসি, ওরিও’র মতন ফ্যান্সি বিস্কুটের জামানায় হলদে প্যাকেটের *পার্লে-জি* বিস্কুটের ঐতিহ্য আজও বেঁচে আছে। *পার্লে-জি* বিস্কুট মানেই সবার প্রথমে চোখে ভাসে একটি ছোট্ট মিষ্টি মেয়ের মুখ। যাকে এক নজর দেখলেই মনটা একেবারে আনন্দে ভরে যায়। অনেকেই এই মেয়েটির পরিচয় জানতে চান। এই মেয়েটি আসলে কে? তিনি কি আজ বলিউডের কোনও সুন্দরী? আজকের প্রতিবেদনে খোলসা করব সেই রহস্য।

আসলে *পার্লে-জি* বিস্কুট এতটাই জনপ্রিয় যে তার প্যাকেটের উপর থাকা মেয়েটি কে, সেই নিয়ে সাধারণ মানুষের কৌতূহল হওয়াটাই স্বাভাবিক। *পার্লে-জি* বিস্কুটের মডেলকে কেন্দ্র করে নানা সময় নানা ধরনের খবর ছড়িয়েছে। বিগত কিছু সময় আগেও ফেসবুকে *পার্লে-জি* বিস্কুটের মডেলকে ঘিরে একটি তথ্য ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয় যে, *পার্লে-জি* বিস্কুটের মডেলটি আর কেউ নন, তিনি হলেন জনপ্রিয় লেখিকা তথা সমাজসেবী সুধা মুরথি। এই ছবিটি সুধা মুরথির ৪ মাস বয়সে তোলা। এই তথ্যই চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু আপনাদের অবগত করে জানিয়ে রাখি যে, এই তথ্যটি সম্পূর্ণ ভুল। আর এই কথাটি সামনে এনেছেন পার্লে জি গ্রুপের প্রোডাক্ট ম্যানেজার মায়াঙ্ক শাহ। তিনি ইন্ডিয়া টাইমস ওয়েবসাইটের একটি প্রতিবেদনের সাক্ষাৎকারে জানান, *পার্লে-জি* বিস্কুটের মডেলটির বাস্তবে কোনও অস্তিত্ব নেই। এই মডেলটি বলিউডের কোনও মডেলও নন। এটি সম্পূর্ণ একটি কাল্পনিক চরিত্র। ১৯৬০ সালে এভারেস্ট ক্রিয়েটিভ কোম্পানি এই কাল্পনিক চরিত্রটি তৈরি করেন।

মানুষ কৌতূহল বশত *পার্লে-জি* বিস্কুট সম্পর্কে অনেক বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করেছে। এখনও করে আসছে। তবে বাস্তব সত্যি এটাই যে, *পার্লে-জি* বিস্কুটের মডেলটি আসলে ‘এভারেস্ট ক্রিয়েটিভস’ দ্বারা নির্মিত একটি কাল্পনিক চরিত্র।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *