বলি সুন্দরী

বিনোদন জগতে এখন  সম্পর্কের ভীত বড়ই নড়বড়ে। এখনকার দিনের এই ভঙ্গুর সম্পর্কেই কারণেই দিনে দিনে বাড়ছে ডিভোর্সের সংখ্যাও।  তবে বিনোদন জগতে তারকাদের জীবনে প্রেম বিচ্ছেদ কিংবা ডিভোর্স কিন্তু নতুন নয়। ভালোবেসে বিয়ে করে ডিভোর্স হওয়ার পর আগেও নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বহু জনপ্রিয় বলিউড তারকা।  অনেক বলিউড অভিনেত্রীদের নামের পাশে আবার জুড়ে গিয়েছে হোম ব্রেকারের তকমা।  যারা বিবাহ বিচ্ছিন্ন পুরুষের সঙ্গে বিয়ে করে কম কটাক্ষের মুখে পড়েননি। জনপ্রিয় এই বলি সুন্দরীদের তালিকায় রয়েছেন শ্রীদেবী, জুহি চাওলা, মহিমা চৌধুরী, করিনা  কাপুর খান কিংবা শাবানা আজমির মত আরও অনেকে।

শ্রীদেবী: বলিউডের প্রথম মহিলা সুপারস্টার ছিলেন শ্রীদেবী। তাঁর মোহময়ী রূপে সেসময় ফিদা ছিল গোটা দেশ। বলিপাড়ার গুঞ্জন হিন্দি সিনেমার এই এভারগ্রিন অভিনেত্রী বলিউডের ডিস্কো কিং মিঠুন চক্রবর্তী ১৯৮৫ সালে গোপনে বিয়ে করেছিলেন। যদিও তিন বছর একসাথে থাকার পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। পরবর্তীতে বিবাহ বিচ্ছিন্ন বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। শ্রীদেবীর আগে মোনা শৌরীকে বিয়ে করেছিলেন বনি। যদিও তাঁদের সেই বিয়ে টেকেনি।

রবিনা টন্ডন: নব্বইয়ের দশকে রবিনা টন্ডনের সাথে অক্ষয় কুমারের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। শোনা যায় একসময় তাঁদের গোপনে আংটিবদল হয়েছিল। কিন্তু পরিণতি পাওয়ার আগেই ভেঙে যায় সেই সম্পর্ক। পরবর্তীতে ২০০৪ সালে বিবাহ বিচ্ছিন্ন অনিলের সাথে বিয়ে করেন রবিনা। জানা যায় তার আগে নাতাশা সিপ্পির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অনিল।

শাবানা আজ়মি: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি হলেন শাবানা আজ়মি এবং জাভেদ আখতার। তবে অনেকেই হয়তো জানেন না শাবানা হলেন জাভেদ আখতারের দ্বিতীয় স্ত্রী। তাঁর আগে বলি অভিনেত্রী হানি ইরানিকে বিয়ে করেছিলেন জাভেদ। ফারহান আখতার এবং জোয়া আখতার তাঁদেরই সন্তান।

মহিমা চৌধুরী: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মহিমা চৌধুরী। জনপ্রিয় এই অভিনেত্রী স্বনামধন্য শিল্পপতি ববি মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেছিলেন। যদিও মহিমা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। ববির প্রথম স্ত্রীর নাম ছিল অপর্ণা গান্ধী। অপর্ণার সঙ্গে বিচ্ছেদের পর মহিমাকে বিয়ে করেন ববি। যদিও তাঁদের বিয়েটাও টেকেনি।

 

শিল্পা শেট্টি: ডিভোর্সি শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে ২০০৯ সালে বিয়ে করেছিলেন শিল্পা শেট্টি। যদিও রাজের জীবনে শিল্পা আসার অনেক আগেই তিনি কবিতা কুন্দ্রাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু মাত্র ৩ বছরেই ছাদ আলাদা হয়ে যায় তাঁদের।

 

রানি মুখোপাধ্যায়: কর্মসূত্রেই জনপ্রিয় পরিচালক প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে পরিচয় হয়েছিল বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের। যদিও ততদিনে বিবাহিত ছিলেন আদিত্য চোপড়া। কিন্তু রানীর সাথে সম্পর্ক তৈরী হতেই প্রথম স্ত্রী পায়েল খন্নাকে ডিভোর্স দিয়ে রানীকে বিয়ে করেন আদিত্য।

লারা দত্ত: জনপ্রিয় টেনিস তারকা মহেশ শ্রীনিবাস ভূপতি ২০০২ সালে শ্বেতা জয়শঙ্করকে বিয়ে করলেও ৭ বছরের মাথায় ডিভোর্স হয়ে যায় তাঁদের। ২০১১ সালে তাঁর সাথে বিয়ে হয় বলিউড অভিনেত্রী লারা দত্ত-র।

জুহি চাওলা: জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার স্বামী হলেন শিল্পপতি জয় মেহতা। এই শিল্পপতির প্রথম স্ত্রী সুজাতা বিড়লার মৃত্যুর পর জুহির সঙ্গে বন্ধুত্ব প্রেমে পরিণত হয় জয়ের। ১৯৯৫ সালে জুহির সঙ্গে গাঁটছড়া বাঁধেন জয়।

বিদ্যা বালন: বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের সাথে ২০১২ সালে বিয়ে হয়েছিল সিদ্ধার্থ রায় কাপুরের। যদিও বিদ্যা তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁর আগে  শৈশবের বান্ধবী আরতি বজাজকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ।

অমৃতা অরোরা: ২০০৯ সালে বিবাহবিচ্ছিন্ন শিল্পপতি শাকিল লাদাককে বিয়ে করেন অমৃতা অরোরা। বিয়ের আগেই  একে অপরকে চিনতেন তাঁরা। অমৃতা এবং শাকিলের বন্ধুত্ব প্রেমে পরিণত হলে ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

করিনা কাপুর: বলি ডিভা করিনার সাথে বিয়ের অনেক আগেই  অভিনেত্রী অমৃতা সিংহকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। তাঁদের ডিভোর্সের ৮ বছর পর ২০১২ সালে সইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিনা।

করিশ্মা কাপুর: ডিভোর্সি শিল্পপতি সঞ্জয় কপূরকে বিয়ে করেছিলেন করিশ্মা কাপুর। কিন্তু  ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদেরও। যদিও তার এক বছর পরেই  প্রিয়া সচদেওকে বিয়ে করেন সঞ্জয়।

বিপাশা বসু: দু’দুবার বিবাহবিচ্ছিন্ন টিভি অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বলিউডে ‘মাঙ্কি কাপল’ নামে পরিচিত তাঁরা। বর্তমানে এক কন্যা সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁদের।

কল্কি কোচলিন: ২০১১ সালে বিবাহবিচ্ছিন্ন বলি পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেন কল্কি কোচলিন। যদি সেই বিয়ে টেকেনি। বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে ইজ়রায়েলি সঙ্গীতশিল্পী গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছেন কল্কি তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *