ভারতের বুকে লঞ্চ হল মেড ইন ইণ্ডিয়া iPhone 15!লক্ষ লক্ষ Android ব্যবহারকারী ৪টি কারণে কিনবে Apple এর নতুন ফোন, কারণগুলো কি কি?

ভারতের বুকে লঞ্চ হল মেড ইন ইণ্ডিয়া iPhone 15!লক্ষ লক্ষ Android ব্যবহারকারী
৪টি কারণে কিনবে Apple এর নতুন ফোন, কারণগুলো কি কি?

ভারতের বুকে লঞ্চ হল
মেড ইন ইণ্ডিয়া iPhone 15!

রয়েছে দুর্ধর্ষ চোখ ধাঁধানো
সমস্ত ফিচার্স!

দাম থেকে ডিজাইন
সবেতেই চমক আর চমক!

লক্ষ লক্ষ Android ব্যবহারকারী
৪টি কারণে কিনবে Apple এর নতুন ফোন!

কারণগুলো কি কি?
কত দাম পড়ছে?
কোন কোন সুবিধা থাকছে?

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল iPhone 15 Series। আইফোন নিয়ে টেকনোলজি লাভারদের মধ্যে একটা উত্তেজনা বরাবরই থাকেই। তবে এই উত্তেজনা এবার আরও বেড়েছে। এবার উত্তেজনার সাথে সাথে আইফোনকে কেন্দ্র করে গর্ব করারও বিষয় রয়েছে। তার কারণ এই প্রথম iPhone এর পিছনে ম্যানুফ্যাকচারের ঠিকানা স্বরূপ লেখা রয়েছে ভারতের নাম। যা আরও বেশি করে ভারতীয়দের মধ্যে উন্মাদনা বাড়িয়েছে।

এইবার iPhone 15 সিরিজে চারটি ফোন লঞ্চ করা হয়েছে। একনজরে দেখুন, সেগুলো কি কি-

iPhone 15

iPhone 15 Plus

iPhone 15 Pro

iPhone 15 Pro Max

এরই সাথে লঞ্ছ করা হয়েছে Apple Watch Series 9 এবং Apple Wathch Ultra 2।

iPhone 15 সিরিজে থাকছে দুর্ধর্ষ ৪টি ফিচারস। এই ফিচারসগুলো জন্যই লক্ষ লক্ষ Android ব্যবহারকারী iPhone 15 সিরিজের ফোনগুলো কিনতে বাধ্য হবেন –

১, প্রথমেই জানিয়ে রাখি আইফোন 15 সিরিজে অনেক বেশি চমক রয়েছে। iPhone 15 সিরিজের প্রো মডেলগুলিতে থাকছে অত্যাধুনিক A17 Bionic চিপসেট।

২, iPhone 15 সিরিজে আগের প্রসেসরের তুলনায় দশ গুণ বেশি শক্তিশালী প্রসেসরের ব্যবহার করা হয়েছে। যা ব্যাটারি অনেকটাি বাঁচাবে।

৩, iPhone 15 সিরিজের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে।

৪, iPhone 15 সিরিজে ছবি উঠবে দুর্দান্ত। iPhone 15 সিরিজে প্রাইমারি ক্যামেরা 48MP-র। রয়েছে নেক্সট জেনারেশন পোর্ট্রেট মোড।

iPhone 15 সিরিজের কালার ভেরিয়েন্ট-

iPhone 15 সিরিজে ৫টি রঙের ভেরিয়েন্টে উপলব্ধ হয়েছে। যথাক্রমে-

গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো

iPhone 15 সিরিজের বাড়তি সুবিধাগুলো কি কি –

iPhone 15 সিরিজের দু’বছর বিনামূল্যে স্যাটেলাইট সংযোগের সুবিধা দেওয়া হবে।

iPhone 15 সিরিজের ফোনগুলো অ্যান্ড্রয়েড চার্জারেই চার্জ দেওয়া সম্ভব হবে।

আইফোন 15 সিরিজের থাকা ফোনগুলোর দাম কেমন হবে দেখুন-

আইফোন 15 – 799 ডলার যা ভারতীয় মুদ্রায় 79,900 টাকা

আইফোন 15 প্লাস – 899 ডলার থেকে শুরু, ভারতীয় মুদ্রায় 89,900 টাকা

আইফোন 15 প্রো – 999 ডলার, ভারতীয় মুদ্রায় 1,34,900 টাকা

আইফোন 15 প্রো ম্যাক্স- 1199 ডলার, ভারতীয় মুদ্রায় 1,59,900 টাকা


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *