জানেন জওয়ানের নায়িকা নয়নতারার মোট সম্পত্তির পরিমাণ কত? অভিনেত্রীর ইনকাম শুনলে
হা হয়ে যাবেন
জানেন জওয়ানের নায়িকা
নয়নতারার মোট সম্পত্তির পরিমাণ কত?
এক একটি সিনেমার জন্য
কত টাকা পারিশ্রমিক নেন তিনি?
অভিনেত্রীর ইনকাম শুনলে
হা হয়ে যাবেন
নায়কদের থেকেও
বেশি পারিশ্রমিক পান তিনি
ধারে কাছে নেই বলিউডের কোনও নায়িকা
আলিশান বাড়ি থেকে
প্রাইভেট জেট কি নেই তার!
এখন কমার্শিয়াল সিনেমা মানেই নায়ক নির্ভর কাহিনী নয়। এমন অনেক নায়িকা আছে যারা নিজের দমে হিট করায় ছবি। তেমনই একজন অভিনেত্রী হল “নয়নতারা”। দক্ষিণী ছবির ১ নম্বর নায়িকা বলা হয় তাকে। লেডি সুপারস্টার কথাটির সমার্থক তিনি। পারিশ্রমিকের দিক থেকেও তিনি টেক্কা দেন সকলকে। দক্ষিণের সবচেয়ে ধনী অভিনেত্রী বলা হয় তাকে। তার দুর্দান্ত অভিনয় কৌশলে মুগ্ধ হয় আট থেকে আশি। একার দক্ষতায় হিট করিয়েছেন বহু ছবি।
সদ্য ব্লকব্লাস্টার ফিল্ম ‘জওয়ানে’ শাহরুখের বিপরীতে অভিনয় দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটান নয়নতারা। আত্মপ্রকাশেই যথেষ্ট নজর কেড়েছেন এই নায়িকা। অ্যাকশন সিন থেকে রোম্যান্টিক সিন সবেতেই শাহরুখের সঙ্গে চুটিয়ে অভিনয় করেন তিনি। সূত্র অনুযায়ী, এই সিনেমার পারিশ্রমিক হিসেবে তিনি নেন ১১ কোটি টাকা। গত ২ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। আর এই সময়ে প্রতিমুহূর্তেই বৃদ্ধি পেয়েছে তার সম্পত্তি।
দামী গাড়ি থেকে দামী বাড়ি। প্রাইভেট জেট থেকে সুইমিং পুল। বিলাসিতায় তার ধারে-কাছে নেই কেউ। দক্ষিণের বিভিন্ন রাজ্য ছড়িয়ে রয়েছে তার বাড়ি। চেন্নাইতে রয়েছে একটি দারুন আলিশান বাড়ি। এছাড়া কেরালা, হায়দ্রাবাদ ও মুম্বাইতেও রয়েছে কোটি কোটি টাকার বাংলো। গাড়ির প্রতিও খুবই সৌখিন মনোভাব নয়নতারার। তার কালেকশনে রয়েছে একাধিক নামি -দামী গাড়ি। রয়েছে BMW ৭ সিরিজের গাড়ি, মার্সিডিজ, ফোর্ড, BMW 5 সহ একাধিক গাড়ি।
তবে নয়নতারা শুধুই অভিনেত্রী নয়। সঙ্গে চালান নিজের ব্যবসাও, রয়েছে নিজস্ব কোম্পানী। তার স্কিন কেয়ারের কোম্পানি লিপ বাম তৈরি করে। তার মোট সম্পত্তির পরিমাণ ২২ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৮০ কোটি টাকার মালকিন তিনি।
Leave a Reply