চোখ কান খোলা রাখলে আশেপাশে কত কিছুই না নজরে পড়ে, যার অনেক কিছুই আমাদের অজানা থেকে যায়। এমনই একটি অদ্ভুত বিষয় হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন রাস্তাঘাটে কুকুরগুলো হামেশাই কখনো গাড়ির টায়ারে নইলে পোস্টের গায়ে গিয়ে প্রস্রাব করে। কুকুরদের এই স্বভাব কিন্তু শুধুমাত্র রাস্তাঘাটের কুকুরদের মধ্যেই নয়,লক্ষ্য করা যায় বাড়ির পোষ্য কুকুরদের ক্ষেত্রেও। তাদের নিয়েও যখন মালিকরা রাস্তাঘাটে ঘুরতে বেরোয় তখন তারাও এই একই কাণ্ডই করতে থাকে।
কিন্তু কখনও ভেবে দেখেছেন কুকুরের এই অদ্ভুত স্বভাবের পিছনে কি কারণ রয়েছে? বেশ কিছু স্বভাবজনিত কারণে কুকুররা সমতলে নয় কোন উঁচু জায়গাকেই প্রস্রাব করার জন্য উপযুক্ত বলে মনে করে। কারণ মাটিতে প্রস্রাব করলে সেই গন্ধ অল্প সময়ের মধ্যেই মিলিয়ে যায়। কিন্তু টায়ারে প্রস্রাব করলে সেই গন্ধ দীর্ঘক্ষণ থাকে যাতে তাদের বাকি সঙ্গীদের শনাক্ত করতে অনেক সুবিধা হয়। এই গন্ধ শোকেই তারা বুঝতে পারে তাদের সঙ্গীরা কোন এলাকায় রয়েছে।
এ ছাড়াও লক্ষ্য করলে দেখা যাবে গাড়ি টায়ারের গন্ধ বেশ পছন্দ করে কুকুররা। সেই গন্ধের আকর্ষণেই তারা বারবার গাড়ির টায়ারে গিয়ে প্রস্রাব করে আসে।
এই কারণেই গাড়ির চাকা কিংবা বিদ্যুতের পোষ্টের গায়ে নিজেদের এলাকা চিহ্নিত করে রাখে কুকুররা। গাড়ির চাকায় বা বিদ্যুতের খুঁটিতে প্রস্রাব করলে সঙ্গিরা সেই গন্ধ শুঁকেই বুঝে যায় যে তারা দলছাড়া হয়নি। এক এলাকাতেই রয়েছে।এছাড়া অনেক সময় কুকুরদের চলন্ত গাড়ির পিছনে ছুটতে দেখা যায়। কারণ সেই গাড়ির টায়ারে অন্য কুকুরের প্রস্রাবের গন্ধ পেয়ে তারা মনে করে অন্য এলাকার কুকুর তাদের এলাকায় ঢুকে পড়েছে।
Leave a Reply