বাড়ি বসে কীভাবে বুঝবেন আপনি হাই কোলেস্টেরলের শিকার কিনা? মিলিয়ে নিন চোখের ৩টি লক্ষণ! সাথে সাথে ধরা পড়বে হাই কোলেস্টেরল
বাড়ি বসে কীভাবে
বুঝবেন আপনি হাই কোলেস্টেরলের
শিকার কিনা?
মিলিয়ে নিন চোখের ৩টি লক্ষণ!
সাথে সাথে ধরা পড়বে হাই কোলেস্টেরল!
বাঁচিয়ে দেবে প্রাণ!
হার্টের শত্রু এই একটি উপাদান!
এর জন্যই শেষ হয়ে যায় অগণিত জীবন!
এই লক্ষণ ৩টি কি কি?
দেখুন
হাই কোলেস্টেরল এই শব্দটির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। হাই কোলেস্টেরল শব্দটি শুনতে ছোট্ট হলেও, এর প্রভাব অনেক ভয়ংকর। আপনারা চারপাশে যে সমস্ত হৃদরোগের ঘটনা শুনে থাকেন, তার বেশির ভাগই ঘটে হাই কোলেস্টেরলের কারণে। কোলেস্টেরল হল এক ধরনের চর্বি। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনি যদি হাই কোলেস্টেরল বিষয়টিকে হালকা ভেবে নিয়ে থাকেন, তাহলে আজই সাবধান হয়ে যান। আপনার ধারণা নেই হাই কোলেস্টেরল কীভাবে আপনার প্রাণ কেড়ে নিতে পারে! কোলেস্টেরল রক্তনালিতে জমা হয়। এইভাবে দিনের পর দিন কোলেস্টেরল জমা হতে হতে রক্তনালির স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়। এর ফলেই একদিন অচিরেই হার্ট অ্যাটাক হয়ে যায়। তৎক্ষণাৎ রোগী প্রাণ হারায়। আপনার শরীরে কোলেস্টেরল হাই কি না, সেটা জানান দেবে আপনার চোখ। হাই কোলেস্টেরলের বিষাক্ত ছোবল থেকে আপনাকে রক্ষা করবে চোখের এই ৩টি লক্ষণ-
১, চোখের পাতার উপরে সাদা বা হালকা হলুদ রঙের দাগঃ হাই কোলেস্টেরল থাকলে এই লক্ষণটি আপনার চোখের উপর দেখা যাবেই যাবে। এই লক্ষণটির নাম জ্যানথেলাসমাস। চোখের সিংহভাগেই দেখা যায় এই লক্ষণ।
২, চোখের মণির চারপাশে সাদা গোল গোল দাগঃ হাই কোলেস্টেরলের আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল এটি। একে কর্নিয়াল আর্কাস বলা হয়। এমন লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যান।
৩, দৃষ্টিশক্তি কমে যাওয়াঃ অকারণে চোখের দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে আসা হাই কোলেস্টেরলের সংকেত।
তাই এই ৩টি লক্ষণ দেখলেই অবশ্যই চিকিৎসকের কাছে যান। দেরী করলেই বিপদ।
Leave a Reply