আরো একটি ইতিহাস তৈরির পথে চন্দ্রযান ৩! স্বপ্ন দেখাচ্ছে ইসরো, কোন ইতিহাসের কথা বলা হচ্ছে?

আরো একটি ইতিহাস তৈরির পথে চন্দ্রযান ৩! স্বপ্ন দেখাচ্ছে ইসরো, কোন ইতিহাসের কথা বলা হচ্ছে?

আরো একটি ইতিহাস তৈরির পথে
চন্দ্রযান ৩!

এবার চাঁদের মাটিতে বসেই
রেকর্ড গড়বে বিক্রম-প্রজ্ঞান!
স্বপ্ন দেখাচ্ছে ইসরো!

তবে এই স্বপ্নের পিছনে
রয়েছে মারাত্মক চ্যালেঞ্জ!
ভয়ংকর বিপদ!

কোন ইতিহাসের কথা বলা হচ্ছে?
কিসেরই বা বিপদ?

চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছে ভারত। গোটা বিশ্বের মধ্যে ভারতই প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে পেরেছে। কোনও রকম ঝঞ্জাট ছাড়া সফলভাবে চাঁদের দক্ষিণ প্রান্তে নামতে সক্ষম হয়েছে শুধুমাত্র ভারতের চন্দ্রযান ৩। চাঁদের মাটিতে নেমেই দারুণভাবে কাজও করে দেখিয়েছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরু থেকে একাধিক তথ্য সংগ্রহ করে ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ সংস্থাকে সমৃদ্ধ করেছে চন্দ্রযান ৩। তবে এবার আরও একটি ইতিহাস তৈরির প্রস্তুতি নিচ্ছে চন্দ্রযান ৩। অবাক হচ্ছেন! ভাবছেন চাঁদে পৌঁছেই তো ইতিহাস তৈরি করে ফেলেছে চন্দ্রযান ৩। তাহলে আবার কিসের ইতিহাস তৈরি করতে চলেছে?

আসলে চাঁদে অন্ধকার নেমে আসায় বিক্রম এবং প্রজ্ঞানকে সাময়িকভাবে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে চাঁদের দক্ষিণ প্রান্তে ভয়ংকর ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে চন্দ্রযান ৩। বিক্রম এবং প্রজ্ঞান আবার জেগে উঠবে চাঁদ যখন আলোকিত হবে অর্থাৎ চাঁদে যখন দিন হবে তখন। সেই সময় চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো পৌঁছবে। যার সাহায্যে শক্তি সঞ্চয় করবে বিক্রম এবং প্রজ্ঞান। বিক্রম এবং প্রজ্ঞান সৌর শক্তির সাহায্যে নিজেদের ব্যাটারিকে চার্জ করে পুনরায় ঘুম থেকে উঠবে। এখানেই দানা বাঁধছে সংশয়। বিক্রম এবং প্রজ্ঞানের ঘুম আদৌ ভাঙবে তো? সূর্যের আলোর সাহায্যে নিজেদের চার্জ করতে পারবে তো? পুনরায় জেগে উঠে আরো একটি নতুন ইতিহাস কি রচিত করতে পারবে চন্দ্রযান ৩? চন্দ্রযান ৩ এর পুনরায় জেগে ওঠা নিয়ে বিজ্ঞানীদের আশা ক্ষীণ হলেও সেই আশা ছাড়তে পারছেন না বিজ্ঞানীরা।

ইসরোর সমস্ত বিজ্ঞানীরা মনে প্রাণে চাইছেন তাদের আশা যেন ফলে যায়। সেই লক্ষ্যেই প্রহর গুনছে চন্দ্রযান ৩ এর নির্মাতারা। তাদের প্রার্থনা আরোও একটি মিরাক্যাল ঘটুক। যদি সত্যিই এমনটা ঘটে, তবে ভারতের বুকে আরও একটি ইতিহাস রচিত হবে চন্দ্রযান ৩ এর হাত ধরে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *