রামমন্দির প্রতিষ্ঠার আগেই ঘটে গেল বড়সড় ঐশ্বরিক কাণ্ড! রামচন্দ্রের জন্মভূমিতে
মাটি খুঁড়তেই বেড়িয়ে এলো সাক্ষাৎ ভগবান
রামমন্দির প্রতিষ্ঠার আগেই
ঘটে গেল বড়সড় ঐশ্বরিক কাণ্ড!
শোরগোল চারিদিকে!
রামচন্দ্রের জন্মভূমিতে
মাটি খুঁড়তেই বেড়িয়ে এলো
সাক্ষাৎ ভগবান!
একেই বলে ঠাকুরের
অপার লীলা!
ঠিক কি ঘটেছে?
দেখলে বিশ্বাসই হবে না
আর বেশি দিন নেই, কটা দিন বাদেই ধুমধাম করে প্রতিষ্ঠিত হবে অযোধ্যার রাম মন্দির। পরিকল্পনা রয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই ২২ জানুয়ারি রাম মন্দিরের দুয়ার খুলে দেওয়া হবে। রামলালাকে কখন যে দু চোখ ভরে দেখবে সেই আশায় দিন গুনছে ভারতবাসী। এই উন্মাদনার মাঝেই ঘটে গেল আরও বড় চমৎকার। রাম জন্মভূমিতে খননের সময় পাওয়া গিয়েছে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। যেখানে মিলেছে একাধিক মূর্তি ও বিভিন্ন স্তম্ভ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাম মন্দিরের সাধারণ সম্পাদক চম্পত রাই। এছাড়াও উদ্ধার হওয়া এই সমস্ত ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন নকশা সম্বলিত মূর্তি ও স্তম্ভ। রাম মন্দির প্রতিষ্ঠার আগে এমন কাণ্ডকে অনেকেই অলৌকিক বলে মনে করছেন। আবার কেউ কেউ একে ভগবানের সংকেত বলেও দাবি করছেন।
বর্তমানে আরও দ্রুত হচ্ছে রাম মন্দিরের কাজ। অক্টোবরের মধ্যেই রাম মন্দিরের কাজ শেষ করার টার্গেট নিয়েছে মন্দির কতৃপক্ষ। ২২ জানুয়ারি মন্দিরে রাম লালার মূর্তি বসানো হবে। এরপর প্রাণ প্রতিষ্ঠার। তার এক সপ্তাহ পর থেকেই শুরু হয়ে যাবে পুজো। ভক্তবৃন্দরা অধীর আগ্রহে বসে আছে সেই দিনটির জন্য। যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠার দিন অগণিত ভক্তের ঢল নামবে, তাই এখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে মন্দির কতৃপক্ষ। ভক্তদের যাতে কোনও প্রকার অসুবিধা না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই প্রস্তুতি সারছে মন্দির কমিটি।
Leave a Reply