*এক দেশ এক নির্বাচন* হলে কারা বেশি সুবিধা পাবে? NDA না I.N.D.I.A.? রিসেন্ট সমীক্ষায় বেড়িয়ে এলো চাঞ্চল্যকর রিপোর্ট
*এক দেশ এক নির্বাচন* হলে
কারা বেশি সুবিধা পাবে?
NDA না I.N.D.I.A.?
কাদের দখলে যাবে দিল্লীর কুর্সি?
জয় পাবে কোন জোট?
সমস্যা হবে কাদের?
রিসেন্ট সমীক্ষায় বেড়িয়ে এলো
চাঞ্চল্যকর রিপোর্ট
শুনলে বিশ্বাসই হবে না
সামনেই লোকসভা ভোট। সেই নিয়ে তো একদিকে উন্মাদনা রয়েছেই, এবার সেই উন্মাদনার পারদ আরও বাড়িয়ে দিল *’এক দেশ এক ভোট নীতি’*। বিগত বেশ কিছু দিন ধরেই শিরোনামে রয়েছে এই প্রসঙ্গটি। লোকসভার পাশাপাশি এক দেশ এক ভোট’কে কেন্দ্র করে এত মাতামাতি, এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, *’এক দেশ এক ভোট নীতি’* যদি লাগু হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধা পাবে কে? NDA না I.N.D.I.A.? কার দখলে যাবে দিল্লীর কুর্সি? NDA না I.N.D.I.A.?
এই প্রশ্নের উত্তর সামনে নিয়ে এলো এবিপি এবং সি ভোটারের যৌথ সমীক্ষা। এই সমীক্ষা থেকেই স্পষ্ট বেড়িয়ে এসেছে কাদের সুবিধা হতে চলেছে। উত্তর শুনলে চমকে যাবেন।
*৪৫ শতাংশ মানুষের দাবি *’এক দেশ এক ভোট নীতি’* চালু হলে সবাই সুবিধা পাবে।*
*২০ শতাংশ মানুষের মতে *’এক দেশ এক ভোট নীতি’* বাস্তবায়িত হলে NDA বেশি সুবিধা পাবে।*
*১৫ শতাংশ মানুষ জানাচ্ছেন, *’এক দেশ এক ভোট নীতি’* বাস্তবায়িত হলে I.N.D.I.A. সবচেয়ে বেশি সুবিধা পাবে।*
*৯ শতাংশ মানুষ মনে করছেন *’এক দেশ এক ভোট নীতি’* বাস্তবায়িত হলে কেউই এর সুবিধা পাবেন না।*
*১১ শতাংশ মানুষের কাছে *’এক দেশ এক ভোট নীতি’* সম্পর্কে কোনও উত্তরই নেই।*
এই সমীক্ষায় আরও একটি প্রশ্ন করা হয়, সেটি হল এক দেশ এক নির্বাচন বাস্তবায়িত হলে কি ইন্ডিয়া জোট ভেঙে যাবে?
*২৯ শতাংশ মানুষ বলছেন হ্যাঁ*
*৪৫ শতাংশ মানুষ বলছেন না*
*২৬ শতাংশ মানুষ এই বিষয়ে হ্যাঁ না কিছুই জানাননি*
Leave a Reply