মুক্তির পর থেকে বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ খান অভিনীত জাওয়ান সিনেমা। শাহরুখ খানের অভিনয় তো বটই , পাশাপাশি এই সিনেমার বাড়তি পাওনা মিউজিক। কিং খানের এই সিনেমায় সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন তরুণ তারকা অনিরুদ্ধ। যার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি টাকা। তাই এমন দামি পরিচালকের হাত দিয়ে যে দামি গানই বেরোবে বলাইবাহুল্য।
ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়েছে জওয়ান সিনেমার ‘জিন্দা বান্দা’ গানটি। এই গানে শাহরুখ খানকে তাঁর চিরাচরিত সিগনেচার স্টাইলে নাচতে দেখা গিয়েছে। গানের শুরুতে এক ঝাঁক নারী বাহিনীর মধ্যে দিয়েই কিং খান ক্যামেরার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। এই দৃশ্য রীতিমতো ঝড় তুলেছে আসমুদ্র হিমাচল অসংখ্য তরুণীর হৃদয়ে। কিন্তু জানলে অবাক হবেন কিং খানের জওয়ান সিনেমার এই গানটি ইতিমধ্যেই জিতে নিয়েছে সবচেয়ে ‘দামি গান’-এর তকমা। কারণ মুম্বাই,মাদুরাই,হায়দরাবাদ, এবং বেঙ্গালুরু, জুড়ে, পাঁচ দিনব্যাপী শুটিং হাওয়া এই গানটি তৈরি করতে খরচ হয়েছিল মোট ১৫ কোটি টাকা। তবে শুধুমাত্র হিন্দি ভাষাতেই নয়, তামিল এবং তেলুগু ভাষাতেও এই গান গেয়েছেন অনিরুদ্ধ।
তবে শুধু ‘জিন্দা বান্দা’ গানই নয় এই তালিকায় রয়েছে বলিউডের আরো একাধিক সিনেমার জনপ্রিয় গান। যা তৈরি করতে মোটা অংকের টাকা খরচ হয়েছে। আসুন দেখে নেওয়া যাক সেইসব জনপ্রিয় সিনেমাগুলির তালিকা।
‘পার্টি অল নাইট’: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘বস’। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতেও ছিল বলিউডের অন্যতম দামি গান ‘পার্টি অল নাইট’। জনপ্রিয় র্যাপার হানি সিংহ-এর গাওয়া এই জন্য খরচ হয়েছিল মোট ৬ কোটি টাকা। এই সিনেমায় অক্ষয়কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা।
‘রাম চাহে লীলা’: ওই একই বছরেই মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’। শোনা যায় এই সিনেমার হাত ধরেই রণবীর-দীপিকার প্রেমের সূত্রপাত হয়েছিল বলে জানা যায়। রোমান্টিক-ড্রামা ঘরানার এই সিনেমার ‘রাম চাহে লীলা’ গানটিও বলিউডের ভীষণ দামি একটি গান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর, এই গান তৈরির জন্য খরচ হয়েছিল মোট ৬ কোটি টাকা।
‘মলঙ্গ’: ‘ধুম’ সিরিজের তৃতীয় পর্ব ‘ধুম ৩’। এই সিনেমায় শিল্পা রাও এবং সিদ্ধার্থ মহাদেবনের গাওয়া ‘মলঙ্গ’ গানটি আজও সমান জনপ্রিয়। বলিপাড়া সূত্রে খবর এই গানের দৃশ্যে আমির এবং ক্যাটরিনার সঙ্গে ২০০ জন জিমন্যাস্ট পারফর্ম করেছেন। ব্যয়বহুল এই গানটি তৈরি করতে নাকি ৫ কোটি টাকা খরচ হয়েছিল।
‘ঠা কর কে’: রোহিত শেট্টি পরিচালিত কমেডি ঘরানার ছবিগুলির মধ্যে আজও দর্শকদের অত্যন্ত পছন্দের সিনেমা ‘গোলমাল’। এই সিরিজের একটি পর্ব ছিল ‘গোলমাল রিটার্নস’। এই সিনেমার ‘ঠা কর কে’ গানটির শুটিংয়ের পিছনে খরচ হয়েছিল ৩ কোটি। তারকাদের পাশাপাশি এই গানে ছিল মোট ১৮০ জন স্টান্টম্যান।
‘কিলিমাঞ্জারো’: হিন্দি সিনেমা ছাড়াও ‘ব্যয় বহুল’ এই গানের তালিকায় রয়েছে দক্ষিণী সিনেমার গানও। সাউথের থালাইভা রজনীকান্ত অভিনীত জনপ্রিয় সিনেমা ছিল ‘রোবট’। সিনেমায় তাঁর নায়িকা হয়েছিলেন বলিউড সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। এই সিনেমার ‘কিলিমাঞ্জারো’ গানের শুটিংয়ের জন্য খরচ হয়েছিল মোট ৪ কোটি টাকা।
‘ইয়ানথারা লোকাপু সুন্দরিভে’: ‘রোবট’ সিনেমারই সিক্যুয়েল ছিল ‘২.০’। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর এই সিনেমার ‘ইয়ানথারা লোকাপু সুন্দরিভে’ গানের গানটির শুটিং করতে খরচ হয়েছিল ২০ কোটি টাকা। যা ‘জ়িন্দা বান্দা’কেও ছাপিয়ে গিয়েছে।
Leave a Reply