প্রতি বছর ১৭ সেপ্টেম্বর কিন্তু এবছর বিশ্বকর্মা পুজো ১৮ সেপ্টেম্বর হচ্ছে কেন জানেন?
প্রতি বছর ১৭ সেপ্টেম্বর
কিন্তু এবছর বিশ্বকর্মা পুজো
১৮ সেপ্টেম্বর হচ্ছে কেন জানেন?
এর পিছনে কোন রহস্য লুকিয়ে আছে?
কেন ঘটল এমন ব্যতিক্রম?
হঠাৎ কীভাবে পাল্টে গেল
বিশ্বকর্মা পুজোর তারিখ?
এর আসল কারণটাই বা কী?
বিশ্বকর্মা পুজো মানেই মনের আনন্দে ঘুড়ি ওড়ানোর দিন। এদিন আকাশে দেখা যায় রং বেরঙের ঘুড়ির সমাহার। চলতি বছর বিশ্বকর্মা পুজোর সময়সীমা কিছুটা ব্যতিক্রম হতে চলেছে। প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। কিন্তু এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে ১৮ সেপ্টেম্বর। কিন্তু কেন এই পরিবর্তন? অনেকেই এর কারণ জানতে চাইছেন। এর উত্তর লুকিয়ে রয়েছে বিশ্বকর্মা পুজোর তিথিতে।
হিন্দু শাস্ত্রে সমস্ত দেব দেবীর পুজো হয় চাঁদের গতিপ্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু একমাত্র বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয় সূর্যের গতিপ্রকৃতির উপর ভিত্তি করে। সূর্যের গতি প্রকৃতি অনুসরণ করায়, বিশ্বকর্মার পুজোর দিনটি নির্ধারিত হয় ভাদ্র সংক্রান্তি অর্থাত্ ভাদ্র মাসের শেষ তারিখে। এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাস থাকে। এই ৫টি মাসের হিসেবের সাথে বিশ্বকর্ম পুজো সম্পর্কিত। এই ৫টি মাসের মোট দিন সংখ্যা ১৫৬। যেহেতু এই ৫টি মাসের নিয়ম ধরে বিশ্বকর্মা পুজো পালিত হয়, সে হিসেবে বাংলা পঞ্জিকা অনুসারে বিশ্বকর্মা পুজোর যে তারিখটি বেরোয় সেটি ইংরেজি পঞ্জিকায় ১৭ সেপ্টেম্বর পড়ে। প্রত্যেক বছরই ১৭ সেপ্টেম্বরই পড়ে। ব্যতিক্রম তখনই হয় যখন কোনও কোনও বছরে উল্লেখিত ৫টি মাসের মধ্যে কোনো মাস যদি ২৯ বা ৩২ দিনের হয়। তবে এই রকম খুব কমই হয়। এই ব্যতিক্রমী ঘটনা অনেক বছর বাদে এই বছর আবার হতে চলেছে। কারণ এই বছর ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকার ৫টি মাসের দিনসংখ্যা বাড়বে। যার ফলে ১৭-র পরিবর্তে ১৮ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো।
Leave a Reply