জানেন চলতি বছর গণেশ চতুর্থী কবে পড়ছে? ১৮ নাকি ১৯ সেপ্টেম্বর? গণেশ পুজোর সময়সীমা নিয়ে বেজায় কনফিউশন?

জানেন চলতি বছর গণেশ চতুর্থী কবে পড়ছে? ১৮ নাকি ১৯ সেপ্টেম্বর? গণেশ পুজোর
সময়সীমা নিয়ে বেজায় কনফিউশন?

জানেন চলতি বছর
গণেশ চতুর্থী কবে পড়ছে?
১৮ নাকি ১৯ সেপ্টেম্বর?

কোন দিন করবেন
গণপতির আরাধনা?

গণেশ পুজোর
সময়সীমা নিয়ে বেজায় কনফিউশন!

একনজরে দেখুন
গণেশ চতুর্থীর সঠিক টাইম টেবিল!

আর মাত্র কটা দিন এর পরেই শোনা যাবে *‘গণপতি বাপ্পা মোরিয়া’* ধ্বনি। আগে গনেশ পুজো সীমাবদ্ধ ছিল শুধুমাত্র ব্যবসায়ীদের মধ্যে। কালের নিয়মে, গনেশ পুজো এখন সার্বজনীন ভাবে পালিত হয়। বাঙালীদের মধ্যেও গনেশ পুজোর আমোদ অনেকটাই বেড়েছে। ভাদ্র আশ্বিস মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষেই সাধারণত গনেশ পুজো পালিত হয়। তবে চলতি বছরে গনেশ চতুর্থী তিথি কবে লাগছে সেই নিয়ে বেজায় সংশয় দেখা দিয়েছে। তার কারণ, এই বছর গনেশ চতুর্থীর ছুটি কোনও রাজ্যে ১৮ সেপ্টেম্বর দেওয়া হয়েছে, আবার কোনও রাজ্যে ১৯ সেপ্টেম্বর দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে ছুটি ঘোষণার তারতম্যের জন্যই গনেশ পুজোর নির্দিষ্ট তারিখ কোনটা, সেই নিয়ে কনফিউশন শুরু হয়েছে।

গনেশ চতুর্থী নিয়ে কনফিউশন দূর করতেই আজকের এই প্রতিবেদন। গনেশ পুজোর তিথি কখন শুরু হচ্ছে ও শেষ হচ্ছে সেটা জানলেই বিষয়টা আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।

চলতি বছর গণেশ চতুর্থীর তিথি শুরু হচ্ছে – ১৮ সেপ্টেম্বর দুপুর ১২.৩৯ মিনিট থেকে।
গণেশ চতুর্থীর তিথি শেষ হচ্ছে – ১৯ সেপ্টেম্বর দুপুর ১. ৪৩ মিনিটে।

অর্থাৎ চলতি বছর দুদিন ধরেই গণেশ চতুর্থীর তিথি পড়ছে। এই কারণে বিভিন্ন রাজ্যে ছুটির তারতম্য দেখা দিয়েছে।

কোন কোন রাজ্যে ১৮ সেপ্টেম্বর ছুটি ঘোষিত হয়েছে দেখুন –

কর্নাটক, তামিলনাড়ু ও হায়দরাবাদ

কোন কোন রাজ্যে ১৯ সেপ্টেম্বর ছুটি ঘোষিত হয়েছে দেখুন –

মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা

এই তো গেল গনেশ পুজোর সময়সীমা, এবার জেনে নিন গনেশ পুজোর নিয়ামবলী-

১, গণেশ পুজোর দিন বাড়ির উত্তর-পূর্ব দিকে গণেশ প্রতিমা স্থাপিত করুন।

২, গণেশ স্থাপনার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকা অবশ্যই তৈরি করবেন।

৩, গনেশ মূর্তির সামনে একটি চৌকী রাখুন। তার উপর ঘৃতের প্রদীপ জ্বালান।

৪, এর পর নিজেকে শুদ্ধ করে, ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন।

৫, সব শেষে গণেশের আরতি করে আবারও করজোড়ে প্রণাম করুন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *