জানেন অভিনয়ে আসার আগে কোন পেশার সাথে যুক্ত ছিলেন কিয়ারা আডবাণী? অনেক বড় সম্মানের পেশায় যুক্ত ছিলেন মিসেস মালহোত্রা, শুনলে বিশ্বাসই হবে না

জানেন অভিনয়ে আসার আগে কোন পেশার সাথে যুক্ত ছিলেন কিয়ারা আডবাণী? অনেক বড় সম্মানের পেশায় যুক্ত ছিলেন মিসেস মালহোত্রা, শুনলে বিশ্বাসই হবে না

জানেন অভিনয়ে আসার আগে
কোন পেশার সাথে যুক্ত ছিলেন
কিয়ারা আডবাণী?

নায়িকা হওয়ার আগে
তার পরচিয় ছিল অন্যকিছু!
যা শুনলে বিশ্বাসই হবে না!

অনেক বড় সম্মানের পেশায়
যুক্ত ছিলেন মিসেস মালহোত্রা!

অভিনয়ের জন্য সেই পেশা
ছেড়ে দেন!

ঠিক কি করতেন
অভিনেত্রী কিয়ারা আডবাণী?
দেখুন

ভারতে যে সকল পেশার মানুষদের সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়। তার মধ্যে একটি হল অভিনয়। তারপর তা যদি হয় হিন্দি চলচ্চিত্র বা বলিউডের তবে তো কথাই নেই। এদেশে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ভগবানের ন্যায় পুজো করা হয়। তবে এই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই সহজ নয়। অনেক পরীক্ষা ধৈর্যের মধ্যে দিয়ে গড়তে হয় নিজেকে। তবেই হওয়া যায় একজন সুপারস্টার। তবে অনেকেই এই বলিউডে প্রতিষ্টিত হবার পেছনে নেপোটিজম বা স্বজনপোষণকে দায়ী করে। কথাটা খানিক হলেও সত্য। তবে প্রকৃত প্রতিভা না থাকলে কেউই দীর্ঘকাল টিকতে পারে না এই ইন্ডাস্ট্রিতে। যে কারণে বাইরে থেকেও অনেকে এসে আজ নিজেদের প্রতিষ্ঠিত করেছে এই ইন্ডাস্ট্রিতে। বলিউড অভিনেত্রী ‘কিয়ারা আদবানিও’ তারই উদাহরণ। হ্যাঁ ঠিকই শুনেছেন ! আধুনিক বলিউডের এই গ্ল্যামার কুইন প্রথম জীবনে ছিলেন একজন স্কুল শিক্ষিকা।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন ‘কিয়ারা’। সেই সূত্রেই শুরু করেন বাচ্চাদের পড়ানো। তার মাও ছিলেন পেশায় শিক্ষিকা। পরবর্তীতে এই মায়ের স্কুলেই শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন তিনি। তবে এর পাশাপাশি শুরু করেন মডেলিং। অবশেষে ২০১৪ সালে পা দেন বলিউডে। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনয় করেন শিক্ষিকারই ভূমিকায়। ‘লাভ স্টোরিজ’ সিরিজে শিক্ষিকা হিসেবেই দেখা গেছিল তাকে। শুরুর দিকে খুব একটা নজর না কাটলেও কিছু বছরের মধ্যেই তিনি উপহার দেন একাধিক হিট ছবি। বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা। ‘শেরশাহ’, ভুল ভুলাইয়া ২’, ‘যুগ যুগ জিয়ো’, ‘সত্যপ্রেম কি কথা’ এই হিট সিনেমাগুলোর নায়িকা তিনি। এই ব্যস্ততার মাঝেই সেরেছেন বিবাহ। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আজ তার সুখের সংসার। সামনেই হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমায় দেখা যাবে তাকে।

তাই বাইরের অন্য প্রফেশন থেকে এসেও যে বড় অভিনেত্রী হওয়া যায় কিয়ারা তার জীবন্ত প্রমান। এই যুগের বহু মেয়ের কাছেই তার গল্প বড় ইনস্পিরেশন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *