ভাগ্যের কালো ছায়া কাটাতে কৌশিকী অমাবস্যার রাতে অবশ্যই পালন করুন ৬টি নিয়ম!
ভাগ্যের কালো ছায়া কাটাতে
কৌশিকী অমাবস্যার রাতে
অবশ্যই পালন করুন ৬টি নিয়ম!
এই ৬টি কাজ করলেই
কেটে যাবে ভাগ্যের যাবতীয় বাধা-বিপত্তি!
দূরে পালাবে অশান্তি!
থাকবে না আর কোনো দুঃখ!
নক্ষত্রের মতন চমকাবে কপাল!
সরাসরি ঝড়ে পড়বে
তারা মায়ের কৃপা!
হিন্দু শাস্ত্রে কৌশিকী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বিশেষ এই তিথিতে তারাপীঠে হয় বিশেষ পুজো। জানা যায়, এই দিনটিতেই সিদ্ধিলাভ করেন সাধক বামাক্ষ্যাপা। স্বয়ং মা তারা দর্শন দেন তাকে। এ ছাড়াও এই বিশেষ তিথিতেই শুম্ভ- নিশুম্ভকে দেবী কৌশিকী রুপে বধ করেন। তারপর থেকেই এই তিথির নাম হয় কৌশিকী অমাবস্যা। এই তিথিতে কিছু টোটকা মানলেই বদলে যাবে আপনার জীবন। দূর হবে সব কষ্ট। এক নজরে দেখুন কৌশিকী অমাবস্যায় কোন কোন কাজগুলো করা আবশ্যক-
১. এই তিথিতে আপনার বাড়ি-ঘর পরিষ্কার রাখুন। নজর রাখবেন, একটুও নোংরা যেন আপনার বাড়িতে না থাকে। ভুলেও কোন এঁটো বাসনপত্র এই সময় রাখবেন না।
২. এদিন থাকে ঘোর অমাবস্যা। সেই মতন সন্ধ্যায় বাড়ির সদর দরজার সামনে রাখতে হবে, তিলের তেলের প্রদীপ। এর ফলে দূর হবে সমস্ত অন্ধকার। জীবন ভরে উঠবে আলোয় ।
৩. যেহেতু এই অমাবস্যা খুবই জাগ্রত। তাই এই অমাবস্যায় উপোস করে পুজো করলে পূর্ণ হবে আপনার মনস্কামনা। উপোস করতে না পারলেও চেষ্টা করবেন নিরামিষ ভোজনের। তাতেও মিলবে সুফল।
৪. এদিন মা তারার পায়ে সিঁদুর ও রক্তজবা নিবেদন করুন। জীবন থেকে দুর হবে অশুভ কালো ছায়া।
৫. এদিন সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। দুর হবে আপনার জীবনের সব বাঁধা- বিপত্তি।
৬. বলা হয়, অমাবস্যার এই রাতে এক মুহূর্তের জন্য খুলে যায় স্বর্গ ও নরকের দরজা। জাগ্রত হয়ে ওঠেন দেবী মা। এই মুহূর্তে একটি নিয়ম পালন করলেই খুলে যাবে আপনার ভাগ্যের দরজা। জানুন সেই বিশেষ নিয়ম। প্রথমে একটি জলহীন শুকনো নারকেল জোগাড় করুন। তারপর সেই নারকেলের এক দিকে ফুটো করে চিনি পুরে দিন ভেতরে। সবশেষে নারকেলটি পুঁতে দিন বাড়ি থেকে দূরে কোনো নির্জন স্থানে।
উপরোক্ত নিয়মগুলি পালন করলেই আপনি কৃপা পাবেন দেবী মায়ের। আপনার জীবন ফুলে উঠবে সুখ-শান্তিতে। ।
Leave a Reply