এবার হাইওয়েতে দেখা যাবে বাঁশের তৈরি ‘ক্র্যাশ ব্যারিয়ার’! কামাল করে দেখাল মোদী, গোটা বিশ্ব অবাক ভারতের কাণ্ডে
এবার হাইওয়েতে দেখা যাবে
বাঁশের তৈরি ‘ক্র্যাশ ব্যারিয়ার’!
ইস্পাত কিংবা লোহা নয়
কচি বাঁশ দিয়ে তৈরি হবে
জাতীয় সড়কের নিরাপত্তা বেড়া!
বিশ্বের মধ্যে ভারতই প্রথম
এমন অবিশ্বাস্য প্ল্যান সামনে নিয়ে এলো!
এবার অল্প খরচে টেকসই
‘ক্র্যাশ ব্যারিয়ার’ তৈরি করে
তাক লাগাবে মোদী!
কীভাবে তৈরি হবে এই ‘ক্র্যাশ ব্যারিয়ার’?
কতটা শক্তিশালী হবে?
সড়ক নির্মাণে ইতিমধ্যেই নানা রকম রেকর্ড তৈরি করেছে ভারত। উন্নত ও আধুনিক মানের সড়ক বানিয়ে বহু আগেই সাড়া ফেলেছে নরেন্দ্র মোদী। এবার সড়ক নির্মাণে আরও এক যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এবার জাতীয় সড়কের ধারে ‘ক্র্যাশ ব্যারিয়ার’ তৈরিতে ব্যবহার করা হবে এমন এক বস্তু যা শুনলে আপনার বিশ্বাসই হবে না! ভাববেন জাতীয় সড়কের মতন গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে এমন বস্তু ব্যবহার করা হবে? তথ্য সূত্রে খবর, এবার জাতীয় সড়কের ধারে ‘ক্র্যাশ ব্যারিয়ার’ নির্মাণে ব্যবহৃত হবে বাঁশ। আজ্ঞে, হ্যাঁ! এটাই সত্যি। অনেকেই এই খবরটি শুনে অবাক হচ্ছেন। জাতীয় সড়কের ধারে ‘ক্র্যাশ ব্যারিয়ার’ সাধারণত ইস্পাতের তৈরি হয়। জাতীয় সড়কের মতন গুরুত্বপূর্ণ সড়কে যাতে দুর্ঘটনা এড়ানো যায় তাই ‘ক্র্যাশ ব্যারিয়ার’ দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন, বাঁশের তৈরি ‘ক্র্যাশ ব্যারিয়ার’ সুরক্ষার দিক থেকে কতটা ভরসা যোগ্য হবে।
বিষয়টি খোলসা করেছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি । তিনি জানিয়েছেন, বাঁশের তৈরি ‘ক্র্যাশ ব্যারিয়ার’ প্ল্যানটি সরকার পরিচালিত একাধিক প্রতিষ্ঠান দ্বারা যাচাই করা হয়েছে। এটি নিরাপত্তা দিতে ১০০% প্রস্তুত। বাঁশের তৈরি ‘ক্র্যাশ ব্যারিয়ার’কে ঘিরে কোনও প্রকার সন্দেহ নেই বলেও দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। তিনি আরও জানান, বাঁশের তৈরি ‘ক্র্যাশ ব্যারিয়ার’ এর পুনর্ব্যবহার মূল্য ৫০-৭০ শতাংশ। যা ইস্পাতের বেড়ার পুনর্ব্যবহার মূল্যের চেয়ে অনেকটাই বেশি।
কীভাবে তৈরি করা হবে বাঁশের তৈরি ‘ক্র্যাশ ব্যারিয়ার’?
‘বাম্বুসা বালকোয়া’ প্রজাতির বাঁশ দিয়ে এই ‘ক্র্যাশ ব্যারিয়ার’ তৈরি করা হবে। এর পর ওই বাঁশের উপর ক্রিয়োসোট তেল এবং পলি ইথিলিনের প্রলেপ দেওয়া হবে। ইতিমধ্যেই চন্দ্রপুরের সঙ্গে যবতমল জেলার সংযোগকারী হাইওয়েতে বাঁশের তৈরি ২০০ মিটার ‘ক্র্যাশ ব্যারিয়ার’ লাগানো হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘বাহু বল্লি’। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি টুইট করে বিষয়টি সামনে এনেছেন। তিনি এই সম্পূর্ণ পরিকল্পনাটিকে আত্মনির্ভরশীল ভারতের যুগান্তরকারি পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন।
Leave a Reply