টাকার জন্য ইশা আম্বানির কাছে সম্পত্তি বিক্রি করলেন আলিয়া! তবে কি কাপুর ঘরণীর হাতে কাজ নেই?
টাকার জন্য ইশা আম্বানির কাছে
সম্পত্তি বিক্রি করলেন আলিয়া!
জলের দরে দিয়ে দিলেন
তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন!
তবে কি কাপুর ঘরণীর হাতে কাজ নেই?
সংসার চলছে না?
বাধ্য হয়েই কি নিলেন এমন সিদ্ধান্ত?
টুইট করে শোনালেন
বেহাল দশার কথা!
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। মা হওয়ার পর এটাই আলিয়ার প্রথম সিনেমা। সিনেমাটিতে দুর্দান্ত নাচ আর অভিনয়ের জেরে সকলের মন কেড়েছেন কাপুর ঘরণী। সিনেমাটির ব্যবসায়িক সাফল্য থেকে আন্দাজ করাই যায় ভালো টাকা কামিয়েছে অভিনেত্রী। কিন্তু এত লাভের অঙ্ক কষেও কেন খারাপ সময় যাচ্ছে আলিয়ার? সম্প্রতি মুকেশ অম্বানির কন্যা ঈশা আম্বানির কাছে সম্পত্তি বিক্রি করেছেন রণবীর ঘরণী। কি এমন হল হঠাৎ সম্পত্তি বিক্রি করতে হল? তবে কি আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়লেন নাকি? এই নিয়েই শোরগোল পড়েছে সর্বত্র।
ঈশা আম্বানির কাছে যে সম্পত্তিটি বিক্রি করেছেন আলিয়া, সেটি আসলে তার পোশাক ব্র্যান্ড। আজ থেকে তিন বছর আগে এই পোশাকের ব্র্যান্ডটি চালু করেন আলিয়া। নাম ‘এড এ মাম্মা’। এই ব্র্যান্ডের অধীনে হবু মা ও নবজাতক শিশুদের পোশাক আশাক বিক্রি হত। কোম্পানিটির বয়স ৩ বছর হলেও সেইভাবে লাভের মুখ দেখতে পারেনি। লোকসানের মধ্যে দিয়েই চলছিল ব্র্যান্ডটি। তাই বাধ্য হয়েই ‘এড এ মাম্মা’র ৫১ শতাংশ বেছে দিলেন মুকেশ কন্যার কাছে। বিষয়টি টুইট করেও জানিয়েছেন অভিনেত্রী। এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, মুকেশ কন্যার সাথে ডিল করে কত টাকা কামালেন আলিয়া?
অফিসিয়ালি এই প্রশ্নের উত্তর এখনও সামনে আসেনি। তবে তথ্য সূত্রে খবর, ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বিনিময়ে মুকেশ কন্যার সাথে এই চুক্তি সম্পন্ন করেছেন অভিনেত্রী আলিয়া।
Leave a Reply