স্বাস্থ্য সাথী কার্ড এখন আরও বেশি শক্তিশালী! এই কার্ডের আশীর্বাদে এবার থেকে রাজ্যের ২৪টি হাসপাতালে মিলবে, কোন কোন হাসপাতালে মিলবে এই পরিষেবা?

স্বাস্থ্য সাথী কার্ড এখন আরও বেশি শক্তিশালী! এই কার্ডের আশীর্বাদে এবার থেকে রাজ্যের ২৪টি হাসপাতালে মিলবে বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস

স্বাস্থ্য সাথী কার্ড এখন
আরও বেশি শক্তিশালী!

এই কার্ডের আশীর্বাদে
এবার থেকে রাজ্যের ২৪টি হাসপাতালে মিলবে
বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস!

আর দৌড়াতে হবে না
প্রাইভেট হাসপাতালে!
খরচ করতে হবে না বিপুল টাকা!

মমতা ব্যানার্জির কল্যাণে
ফ্রিতেই পাবেন কিডনি ডায়ালাইসিস!

কোন কোন হাসপাতালে মিলবে
এই পরিষেবা?
দেখুন তালিকা

মমতা ব্যানার্জির দৌলতে স্বাস্থ্য সাথী কার্ড এখন আর বেশি পাওয়ারফুল। এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড দেবে আরও বড় মাপের পরিষেবা। স্বাস্থ্য সাথী কার্ডের যারা উপভোক্তারা রয়েছেন তারা জানেন যে, এই কার্ডের দৌলতে দীর্ঘদিন ধরেই ডায়ালাইসিসের মতন গুরুত্বপূর্ণ সুবিধা দিয়ে আসছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যের মোট সাতটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে, বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়ে থাকে। এছাড়াও আরও ৪৫টি হাসপাতালে পিপিপি মডেলের মধ্যে দিয়ে এই পরিষেবা দেওয়া হয়। কিন্তু এবার এই পরিষেবার মাত্রা আরও বড় করতে চলেছেন রাজ্য সরকার। তথ্য সূত্রে খবর আরও ২৪টি হাসপাতালে বিনামূল্যে কিডনি ডায়ালিসিস পরিষেবা চালু হবে খুব শীঘ্রই। অর্থাৎ হিসেব করলে দেখা যাচ্ছে মোট ৭৬টি স্বাস্থ্যকেন্দ্রে বিনা পয়সায় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে কিডনি ডায়ালিসিস পরিষেবা পাওয়া যাবে।

এক নজরে দেখুন, নতুন যে ২৪টি হাসপাতালে বিনামূল্যে কিডনি ডায়ালিসিস পরিষেবা দেওয়া হবে তার তালিকা –

বিধাননগর

কালনা

ফালাকাটা

টিএল জয়সওয়াল

স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন

নন্দীগ্রাম

ঘাটাল

খড়্গপুর

দিনহাটা

চাঁচল

সল্টলেক

হলদিয়া

ডোমকল

জঙ্গিপুর

শ্রীরামপুর

কালিম্পং

বনগাঁ

রঘুনাথপুর

ইসলামপুর

তেহট্ট

কান্দি

নয়াগ্রাম

বড়জোড়া

কাকদ্বীপ

ইদানিং কিডনির সমস্যায় ভুগছেন বহু রোগী। এদের মধ্যে অনেকেরই কিডনি ডায়ালিসিস এর প্রয়োজন পড়ে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে কিডনি ডায়ালিসিস এতটাই খরচ সাপেক্ষ যে চিকিৎসা চালানোটাই কঠিন হয়ে পড়ে। অনেক রোগী চিকিৎসার মাঝ পর্বেই চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হন। এক্ষেত্রে মাননীয়া মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *