পুরীর মন্দিরে প্রবেশের নিয়মে বড়সড় বদল! এবার ভক্তদের খসাতে হবে বাড়তি টাকা
এবার পুরীর মন্দিরে ঢুকতে
ভক্তদের খরচ হবে বাড়তি টাকা!
মন্দিরের নিয়মে বড়সড় বদল!
বিনা পয়সায় আর দর্শন দেবেন না
জগন্নাথ, বলরাম, সুভদ্রা!
কবে থেকে লাগু হচ্ছে এই নিয়ম?
এখন থেকে কীভাবে দর্শন করবেন
প্রভু জগন্নাথকে?
কত টাকা খসাতে হবে ভক্তদের?
কাদের জন্য এই নিয়ম?
কবে থেকে লাগু হচ্ছে?
পুরী দর্শনের পরিকল্পনা করছেন? ভাবছেন পুরী গিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করবেন? তার আগে জেনে রাখুন পুরী মন্দিরের নিয়ম কানুনে আসছে বড়সড় পরিবর্তন। পুরীর মন্দিরে দীর্ঘ ৭ বছর পর পুনরায় লাগু হচ্ছে পরিমানিক নিয়ম। এই নিয়ম অনুসারে, টিকিট কেটে তবেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে গর্ভগৃহের একেবারে কাছাকাছি যেতে দেওয়া হবে না। কিছুটা দূরত্ব বজায় রেখেই গর্ভগৃহ দর্শন করতে পারবেন ভক্তরা। গর্ভগৃহে থাকা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ দর্শনের ক্ষেত্রেই এই টিকিট সিস্টেমটি চালু করা হয়েছে।
৭ বছর আগেও একবার এই পরিমানিক নিয়ম চালু করা হয়েছিল। সেই সময় টিকিটের মূল্য ছিল ৫০ টাকা। অর্থাৎ গর্ভগৃহ দর্শনের জন্য ভক্তদের দিতে হত ৫০ টাকা করে। ২০১৬ সালের জানুয়ারি মাসে যখন পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কার কাজ শুরু হয় সে সময় এই পারিমাণিক দর্শন নিয়ম বন্ধ হয়ে যায়। তবে এবার পরিমানিক দর্শনে টিকিটের দাম কেমন হবে সেই তথ্য এখনও জানা যায়নি।
এই পরিপ্রেক্ষিতে শ্রী জগন্নাথ ট্রাস্ট অ্যাসোসিয়েশনের মুখ্য প্রশাসক জানিয়েছেন-
তারা শীঘ্রই টিকিটের দাম নির্ধারণ করে জানিয়ে দেবেন। বিষয়টি এখনও চূড়ান্ত না হওয়ায় কিছুই জানাতে পারছেন না।
হঠাৎ কেন চালু করা হচ্ছে পরিমানিক নিয়ম এই বিষয়েও তিনি জানিয়েছেন-
প্রভু জগন্নাথকে এক নজর দেখতে গর্ভগৃহের ভিতর ভক্তদের ঢল নামে। এর ফলে পুজোয় বিঘ্ন ঘটে। আর এই কারণেই সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে ও ভক্তদের ভিড়ে লাগাম টানতেই টিকিট ব্যবস্থা চালু করা হচ্ছে।
পরিমানিক নিয়ম চালু হলে ভক্তদের কি কি সুবিধা হবে?
শ্রী জগন্নাথ ট্রাস্ট অ্যাসোসিয়েশনের আরেক মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছেন-
এর ফলে গর্ভগৃহের ভিতর অনেক্ষণ থাকতে পারবেন ভক্তরা। মন ভরে জগন্নাথকে দর্শন করতে পারবেন। VIP ভক্তদের ক্ষেত্রেও জগন্নাথ দর্শন সহজ হবে। মন্দিরের আয়ও বাড়বে।
পরিমানিক নিয়ম চালু হলে কি বিনামূল্যে মন্দির দর্শন বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন অনেকেরই মনে ঘুরছে। তাদের জন্য জানিয়ে রাখি, পরিমানিক নিয়মের সঙ্গে বিনামূল্যে মন্দির দর্শনের কোনও সম্পর্ক নেই। তাই এই নিয়ে অযথা দুশ্চিন্তার কোনও কারণ নেই। খুব শীঘ্রই টিকিটের দাম নির্ধারণ করেই এই নিয়ম চালু হবে বলে জানিয়েছেন শ্রী জগন্নাথ ট্রাস্ট অ্যাসোসিয়েশন।
Leave a Reply