প্রধানমন্ত্রী INDIA

ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা ২৪-এর নির্বাচনে সবারই লক্ষ্য প্রধানমন্ত্রীর সিংহাসন।  তাই ক্ষমতা  দখলের এই লড়াইয়ে কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। বিজেপি সরকারকে তথা নরেন্দ্র মোদিকে  সিংহাসন থেকে উৎখাত করতে ইতিমধ্যেই এক জোট  হয়েছে ২৬ টি বিরোধী রাজনৈতিক দল। জোট বেঁধে তারা গঠন করেছে INDIA নামের একটি ফ্রন্ট। তাই এবারের নির্বাচনটা মূলত হতে চলেছে বিজেপির এনডিএ ভার্সেস ইন্ডিয়া জোটের মধ্যে।

যাকে বলে একেবারে ‘কাঁটে  কা টক্কর’। তাই আসন্ন নির্বাচন নিয়ে এই রাজনৈতিক দলগুলির অন্দরে তুমুল ব্যস্ততা। একে অপরকে ধরাশায়ী করতে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে প্রত্যেকেই। তাই আগামী দিনের লক্ষ্য স্থির করতে ইতিমধ্যে বিরোধী দল গুলির ইন্ডিয়া জোটের তিনটি বৈঠক হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়ে গিয়েছে,  নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই ইন্ডিয়া জোটই  যদি আগামী লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপির এনডিএ  জোটে রথেকে এগিয়ে যায় তাহলে তারাই সরকার গড়বে।

কিন্তু এখনও দেশের নানান প্রান্তে বিজেপির  মোদী ম্যাজিক অব্যাহত, তাই প্রশ্ন হল এই পরিস্থিতিতে মোদী বিরোধী ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তাহলে তাঁদের তরফ  থেকে প্রধানমন্ত্রী করা হবে কাকে? তাই  নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী হিসেবে মানুষ ইন্ডিয়া জোটের মধ্যে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন তার একটি সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের তালিকায় উঠে এসেছে রাহুল গান্ধী,অরবিন্দ কেজরিওয়াল, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম।

এ বিষয়ে সম্প্রতি এবিপি নিউজ এবং সি ভোটার যৌথভাবে একটি সমীক্ষা চালিয়েছে। সর্বভারতীয় সেই সমীক্ষার দেখা গিয়েছে এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। তাই ইন্ডিয়া জোট জয়লাভ করলে ২৯ শতাংশ মানুষ আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন রাহুল গান্ধীকে। যা নিঃসন্দেহে আগামী লোকসভা নির্বাচনে ক্ষেত্রে খানিকটা হলেও শক্তি বাড়িয়ে দিল কংগ্রেসের।

এর পরেই এই  দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল। ৯ শতাংশ মানুষ আগামী দিনে আরবিন্দ কেজরিওয়ালকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন এই ইন্ডিয়া জোটের  আরও কয়েকজন সঙ্গী।

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যের তৃণমূল সমর্থকরা যতটা আশাবাদী তার বিন্দুমাত্র ছাপ  মিললো না ওই নির্দিষ্ট সমীক্ষার ফলাফলে।  বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে ৬ শতাংশ মানুষের ভালোবাসা নিয়ে  এগিয়ে রয়েছেন নীতিশ  কুমার এবং উদ্ভব ঠাকরের মত নেতারা। কারণ মাত্র তিন শতাংশ মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর পদে দেখতে।এই তালিকায় রয়েছেন অখিলেশ যাদব। এছাড়া এই সমীক্ষাতেই ৪ শতাংশ মানুষ বলছেন তারা জানেন না কে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবে।  এছাড়া এই সমীক্ষায়  ৪০ শতাংশ মানুষের দাবি এদের মধ্যে কেউই প্রধানমন্ত্রী হবেন না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *