স্মার্ট সিটি

জাতীয় স্তরে  ১০০-টি স্মার্ট সিটির মধ্যে সেরার শিরোপা জিতে নিয়েছে মধ্যপ্রদেশের জনবহুল শহর ইন্দোর। আগস্ট মাসের শেষেই ইন্ডিয়া স্মার্ট সিটিস অ্যাওয়ার্ড কনটেস্ট ২০২২ ( India Smart Cities Awards Contest( ISAC)-এর এই ফলাফল ঘোষণা করেছে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক।এই প্রতিযোগিতায় ১২টি ক্যাটাগরির মধ্যেই ৬টিতেই জয়লাভ করে ন্যাশানাল স্মার্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে ইন্দোর। এছাড়া সুরাট ও আগ্রা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।

শহর এলাকার পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে একেবারে ওপরের দিকে রয়েছে ইন্দোর। এছাড়া সরস্বতী ও কাহন লাইফ লাইন প্রজেক্টের সফল রূপায়নের পাশাপাশি  বৃষ্টির জলে চাষ আবাদ, ওয়াটার প্লাস, ওয়াটার সারপ্লাস প্রকল্পেও একেবারে ফাটাফাটি সাফল্য পেয়েছে এই শহর। এই শহরের জলও অত্যন্ত উন্নত। এছাড়া নদী সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা, অর্থনৈতিক দিক থেকে ও কোভিডের সময় সার্বিকভাবে মোকাবিলার ক্ষেত্রেও রানার্স আপ হয়েছে এই শহর।

এখানে বলে রাখি ইন্দোর ছাড়াও , মধ্যপ্রদেশের আরও একাধিক শহর এই স্মার্ট সিটির দিক থেকে এগিয়ে রয়েছে। তালিকায় রয়েছে  ভূপাল, জব্বলপুর, গোয়ালিয়র, সাগর সহ একাধিক উন্নত শহর।স্মার্ট সিটির তালিকা অনুযায়ী মধ্যপ্রদেশের পরেই  সেরা পারফর্মার হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এছাড়া রাজস্থান আর  উত্তরপ্রদেশ যৌথভাবে তৃতীয় হয়েছে। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা হয়েছে চণ্ডিগড়।  ই-গভর্নান্স প্রকল্পগুলি তারা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত করেছে। সিঙ্গল উইন্ডো সিস্টেমের মাধ্যমে তারা এটা করেছে।

এছাড়া পরিবেশগত দিক থেকে সবার সেরা কোয়েম্বাটোর। লেকের জলকে কাজে লাগিয়ে তা পুনরায় ব্যবহারযোগ্য করে তুলেছে তারা। এইভাবেই  প্রাচীন চোল সাম্রাজ্যের সাতটি লেককে বাঁচিয়ে তুলেছে তারা। এমনকী লেকের পাশে যে ১০,০০০ মানুষ থাকতেন তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে। নোংরা লেক আজ ঝকঝকে করে আনা হয়েছে স্মার্ট সিটির আওতায়। তাই স্বাভাবিকভাবেই  প্রশ্ন উঠছে বাংলার একাধিক শহরের হাল নিয়েও।

২০১৫ সালের ২৫ জুন প্রথম চালু হয়েছিল স্মার্ট সিটি মিশন। শহরের নাগরিকদের জন্য পরিবেশবান্ধব এবং উন্নতমানের জীবনযাত্রার পরিকাঠামো তৈরির লক্ষ্যে ১.১১ লক্ষ কোটির ৬,০৪১টি প্রকল্প সম্পন্ন হয়েছে। এখনও ১,৮৯৪টি প্রকল্প রয়েছে। যার জন্য বরাদ্দ ৬০,০৯৫ কোটি টাকা। যা আগামী বছর জুন মাসের মধ্যে সম্পন্ন করার টার্গেট  নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর মধ্যেপ্রদেশের ইন্দোরে এই চতুর্থ স্মার্ট সিটি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে করোনা মহামারীর কারণে ২০২১ সালের  ফল ঘোষণা করা যায়নি গত বছর।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *