প্রধানমন্ত্রীর উত্তরসূরী

দরজায় কড়া নাড়ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই মুহূর্তে দেশজুড়ে শাসক বিরোধী দলগুলোর মধ্যে তারই প্রস্তুতি চলছে তুঙ্গে। প্রধানমন্ত্রীর কুর্সি দখলের জন্য ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিরোধী শিবির। তাই কেন্দ্রশাসিত বিজেপি সরকারের এন.ডি.এ-কে কড়া  টক্কর দিতে একজোট হয়েছে ২৬ টি বিরোধী রাজনৈতিক দল। বিরোধীদের I.N.D.I.A জোট নিয়ে এখন তোলপাড় গোটা দেশ।  বিরোধী দলগুলি জোটের নাম ইন্ডিয়া রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে  কিন্তু বেশ বেকায়দাতেই ফেলে দিয়েছে।

তাই লোকসভা ভোটের আগেই এখন  দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত রাখার পক্ষে উঠেছে একাধিক দাবি। সব মিলিয়ে শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছেই এখন পাখির চোখ ২৪ সালের নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যে কড়া  টক্কর দিতে প্রস্তুত সে কথা ইতিমধ্যে একাধিকবার হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন নমো। কিন্তু এসবের মধ্যেই রাজনীতির অলিন্দে  বারবার উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন। তা হল বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর যোগ্য উত্তরসূরী কে হবেন?

সাধারণত বিজেপি দলের নিয়ম অনুযায়ী ৭৫ বছর বয়সের ঊর্ধ্বে কেউ সব নির্বাচনে লড়তে পারেন না। তাই আগামীদিনে যদি বিজেপি সরকার ক্ষমতায় বহাল থাকে তাহলে পরবর্তী  লোকসভা নির্বাচন অর্থাৎ ২০২৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স হবে  ৭৯ বছর। যা বিজেপির নিয়ম বিরুদ্ধ। তাই সেক্ষেত্রে আগামী দিনে নরেন্দ্র মোদীই  প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা এখন নিশ্চিত নয়।

তাই আগামীদিনে তাঁর  যোগ্য উত্তরসূরী হয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে রয়েছে দারুন সংশয়। তবে এক্ষেত্রে রাজনৈতিক মহলে উঠে এসেছে বিজেপির তিন জনপ্রিয় মুখ। তাঁরা হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।  কিন্তু সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর উত্তরসূরি হিসেবে কাকে বেছে নিতে চাইছেন তা নিয়ে ভোট পর্বের আগেই শুরু হয়েছে একাধিক সমীক্ষা।

এমনই একটি সমীক্ষার রিপোর্টে জানা গিয়েছে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির একনিষ্ঠ সৈনিক অমিত শাহকে দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। অন্যদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তাঁকে পছন্দ করেছেন মোট ২৬ শতাংশ মানুষ। তৃতীয় স্থানে রয়েছেন দেশের সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন মাত্র ১৫ শতাংশ মানুষ। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের তরফে গত ১৪ এবং ১৫ আগস্ট ৫৪৩টি আসনের উপর এই সমীক্ষা করা হয়েছিল । এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মোট ২৫৯৫১ জন ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *