হঠাৎ লিফটের দড়ি ছিঁড়ে গেলে নিজেকে কীভাবে বাঁচাবেন জানেন? প্রাণ বাঁচিয়ে কোন উপায়ে বেরিয়ে আসবেন লিফটের ভিতর থেকে?

হঠাৎ লিফটের দড়ি ছিঁড়ে গেলে নিজেকে কীভাবে বাঁচাবেন জানেন? প্রাণ বাঁচিয়ে কোন উপায়ে
বেরিয়ে আসবেন লিফটের ভিতর থেকে?

হঠাৎ লিফটের দড়ি ছিঁড়ে গেলে
নিজেকে কীভাবে বাঁচাবেন জানেন?

প্রাণ বাঁচিয়ে কোন উপায়ে
বেরিয়ে আসবেন লিফটের ভিতর থেকে?

এই সময় ২টি ভুলের কারণেই
প্রাণ হারায় বেশিরভাগ মানুষ!

কি সেই ভুল?
যেটি না করলেই আপনিও
বেঁচে ফিরতে পারেন বিপদগ্রস্থ লিফট থেকে

বর্তমান সময় লিফট ব্যবহার করেন না, এমন খুব কম মানুষই আছেন। শপিং মল থেকে শুরু করে বড় আবাসন। অফিস থেকে শুরু করে আদালত। সর্বত্রই এই লিফটের দেখা মেলে। সময় এবং শ্রম দুটোই বাঁচে এই লিফটের কারনে। তবে মাঝেমধ্যেই নানান খবর উঠে আসে লিফট বিভ্রাটের। যার মধ্যে ভয়ঙ্করতম বিভ্রাট হলো লিফটের দড়ি ছিঁড়ে যাওয়া । জাস্ট! ভাবুন একবার।

একটি ৪০ তলা উচুঁ বহুতল থেকে নিচে নামবার জন্য আপনি লিফটে উঠেছেন। ঠিক ১০ তলা নিচে নামবার পরই আচমকা ছিড়ে যায় আপনার লিফটের দড়ি। আপনি বুঝতে পারেন হঠাৎই আপনার লিফটি সজোরে নেমে যাচ্ছে নিচের দিকে। আপনার কাছে বাঁচবার কোন উপায় নেই। আপনি চাইলেও *বেড়তে* পারছেন না লিফট কক্ষ থেকে। ঠিক এই মুহূর্তেই সামান্য বুদ্ধি নিয়ে কাজ করলে আপনিও বাঁচাতে পারেন নিজের প্রাণ। শুধু প্রাণই নয়, আপনি থাকবেন সম্পূর্ণ অক্ষত।

ভাবছেন কি ভাবে?

শুনুন তবে।

প্রথমেই ২ টি জিনিস ভুলেও করবেন না ।

১. লিফটের ওপর ভুলেও লাফাবেন না। কারন এর ফলে আপনি আছাড় খেয়ে পড়তে পারেন লিফটের ওপর। আপনার মাথা গিয়ে লাগতে পারে লিফটের ওপরে। ফলস্বরূপ গুরুতর আহত হতে পারেন আপনি।

২. ভুলেও এই সময় চুপ – চাপ দাড়িয়ে বা বসে থাকবেন না। তাহলে লিফটের জোরে আছাড় খাবার ফলে আপনার শরীরের হাড় ভেঙে যাবার সম্ভাবনা থাকে।

এই সময় অক্ষত অবস্থায় বাঁচবার জন্য রয়েছে কেবল একটি উপায়। সেটি হল লিফটের ভেতর শুয়ে পড়া। হ্যা! ঠিকই শুনছেন নিজের মাথাকে একটা ব্যাগ বা নিজের হাত দিয়ে সুরক্ষিত রেখে আপনাকে শুয়ে পড়তে হবে। আপনি যদি শেষ সময় অবধি এমন ভাবে থাকতে পারেন তাহলেই কেল্লাফতে। অক্ষত অবস্থায় আপনি বেরিয়ে আসবেন লিফটের ভেতর থেকে।।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *