পায়ে কালো সুতো বাঁধলেই ঘোর বিপদ ৩ রাশির! গাড়ি দুর্ঘটনা থেকে পিতৃ বিয়োগ
হুড়মুড়িয়ে আসবে দুঃখের স্রোত, বিশেষ সতর্কবাণী জ্যোতিষশাস্ত্রে
পায়ে কালো সুতো বাঁধলেই
ঘোর বিপদ ৩ রাশির!
৩টি রাশির নারীরা
ভুলেও কালো সুতো বাঁধবেন না!
গাড়ি দুর্ঘটনা থেকে পিতৃ বিয়োগ
হুড়মুড়িয়ে আসবে দুঃখের স্রোত!
বিশেষ সতর্কবাণী জ্যোতিষশাস্ত্রে!
দেখুন তালিকায় রয়েছে কোন ৩টি রাশি
সাবধান! পায়ে কালো সুতো পরলে বিপদ হতে পারে এই ২ রাশির মেয়েদের
আজকাল অনেকে মেয়েকেই পায়ে কালো সুতো বাঁধতে দেখা যায়। প্রচলিত বিশ্বাস যে, পায়ে কালো সুতো বাঁধলে নাকি কুনজর কেটে যায়। আবার কেউ কেউ এই কালো সুতো বাঁধাকে স্টাইল স্টেটমেন্ট হিসবেও পায়ে বেঁধে থাকে। তবে কুনজর কাটানো হোক কিংবা স্টাইল স্টেটমেন্ট, সাত পাঁচ না ভেবে পায়ে কালো সুতো বাঁধায় আপত্তি জানিয়েছে জ্যোতিষ শাস্ত্র। বিশিষ্ট জ্যোতিষ বিশারদদের মতে, কালো সুতো কারো জীবনে মঙ্গল ডেকে আনলেও, কারো কারো জীবনে কালো সুতো বিপদের কারণ। শাস্ত্রে ৩টি রাশিকে পায়ে কালো সুতো বাঁধতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এক নজরে দেখুন, তালিকায় রয়েছে কোন ৩টি রাশি-
১, বৃশ্চিক রাশিঃ এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। গ্রহ মঙ্গলের প্রিয় রং লাল। কালো একেবারেই পছন্দ করেন না মঙ্গল গ্রহ। ঠিক এই কারণেই জ্যোতিষ শাস্ত্রে বৃশ্চিক রাশির জাতিকাদের পায়ে কালো সুতো বাঁধতে নিষেধ করা হয়েছে। বৃশ্চিক রাশির জাতিকারা পায়ে কালো সুতো বাঁধলে গ্রহ অধিপতি মঙ্গল বেজায় অসন্তুষ্ট হন। ফলে জীবনে অঙ্গলের ছায়া নেমে আসে।
২, মেষ রাশিঃ বৃশ্চিক রাশির মতন, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। আগে যেমটা জানিয়েছি,
গ্রহ মঙ্গল কালো রং একেবারেই সহ্য করতে পারেন না। কালো রং দেখলেই তিনি চটে যান। আর এই কারণেই শাস্ত্রে মেষ রাশিকেও পায়ে কালো সুতো বাঁধতে নিষেধ করা হয়েছে।
৩, কর্কট রাশিঃ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো সুতো বাঁধায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। কালো সুতো বাঁধলে চন্দ্র নারাজ হন। তাই জ্যোতিষ শাস্ত্রে কর্কট রাশির জাতিকাদের কালো সুতো না বাঁধার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply