কলকাতায় কমছে বাংলাদেশি পর্যটক, বেরিয়ে এলো আসল ৩টি কারণ, সত্যি কি এই কারণগুলোর কমছে বাংলাদেশীদের আনাগোনা?

কলকাতায় কমছে বাংলাদেশি পর্যটক, বেরিয়ে এলো আসল ৩টি কারণ, সত্যি কি এই কারণগুলোর কমছে বাংলাদেশীদের আনাগোনা?

কলকাতায় কমছে বাংলাদেশী পর্যটক
আগের মতন আর চোখে পড়ছে না
বাংলাদেশী অতিথিদের!

আগে তিলোত্তমার আনাচে কানাচে
দেখা যেত ওপার বাংলার মানুষ!

কিন্তু আচমকা ভারত আসা
কমিয়েছে বাংলাদেশীরা!

ওপার বাংলার অতিথি না আসায়
দুশ্চিন্তায় ভারতের ব্যবসায়ীরা
উদ্বিগ্ন হোটেল মালিকরা!

বেরিয়ে এলো বাংলাদেশী কমে যাওয়ার
আসল ৩টি কারণ

বিগত বেশ কিছু মাস ধরেই কলকাতায় কমছে বাংলাদেশী পর্যটক। আজ থেকে মাস তিনেক আগেও কলকাতায় বাংলাদেশী পর্যটকদের যে পরিমাণ ভিড় চোখে পড়ত সেটি এখন উধাও। আর এই বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছে ভারতের ব্যবসায়ী তথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আধিকারিকেরা। তার কারণ, বাংলাদেশী পর্যটক মানেই হল ভারতের লক্ষ্মী। ভারতের কোষাগারের বৃহৎ একটি অংশ আসে পর্যটন শিল্প থেকে। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশী পর্যটক। কারণ প্রতিবছর প্রতিবেশী রাষ্ট্র থেকে বহু পর্যটক নানান কাজে ভারতের আসেন। কেউ চিকিৎসার জন্য, কেউ ব্যবসার জন্য আবার কেউ আসেন ভারত ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে। কিন্তু আচমকা বাংলাদেশী পর্যটক কমছে কেন? এর পিছনে উঠে এলো ৩টি কারণ। এক নজরে দেখুন কারণগুলো-

১, ইমিগ্রেশনে ভোগান্তিঃ বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের ইমিগ্রেশনের সময় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্ডারে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইমিগ্রেশন প্রক্রিয়াকে অনেক বেশি জটিল করে তোলা হয়েছে। বাংলাদেশী পর্যটকদের অভিযোগ, ইমিগ্রেশনের জেরে বেনাপোল আর পেট্রাপোলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। অনেক সময় ছোট ছোট বাচ্চা নিয়েও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাংলাদেশীযাত্রীদের। এই নিয়ে বেজায় অসন্তুষ্ট বাংলাদেশী পর্যটক মহল।

২, ভিসা সমস্যাঃ ভারতের আসার ক্ষেত্রে বাংলাদেশীদের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল ভিসা। অনেক সময় ভারতে আসার ভিসা সহজে মেলে না। দীর্ঘদিন অপেক্ষার পর ভিসা মেলে। আবার কখন ভিসার চক্করে এদিক ওদিক ছুটতে ছুটতে চরম হয়রানির শিকার হতে হয় বাংলাদেশী যাত্রীদের।

৩, ভারতীয় হোটেলগুলোতে বাংলাদেশী পর্যটকদের সাথে দুর্ব্যবহারঃ বহু বাংলাদেশী পর্যটকদের অভিযোগ, ভারতে গিয়ে তারা যে সমস্ত হোটেলে ওঠেন সেখানে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। কখনও কখনও প্রয়োজনের তুলনায় অধিক ভাড়া চেয়ে বসেন হোটেল মালিকেরা। এছাড়াও নানা ভাবে বাংলাদেশী পর্যটকদের সাথে বিভ্রান্তিকর পরিস্থিতি ঘটে বলেও অভিযোগ শোনা যাচ্ছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *