ঘরে বসেই কীভাবে কাটাবেন শনির দশা? আজই কাজে লাগান রান্নাঘরে থাকা রাঁধুনিদের এই ১টি উপাদান, ৭ দিনেই মিলবে রেজাল্ট

ঘরে বসেই কীভাবে কাটাবেন শনির দশা? আজই কাজে লাগান রান্নাঘরে থাকা রাঁধুনিদের এই ১টি উপাদান, ৭ দিনেই মিলবে রেজাল্ট

জানেন ঘরে বসেই কীভাবে কাটাবেন
শনির দশা?

রান্নাঘরে থাকা রাঁধুনিদের ১টি উপাদান দিয়ে
দূর করুন শনির দশা!
৫ভাবে ব্যবহার করুন এটি!

না লাগবে বিন্দুমাত্র খরচ
না লাগবে জ্যোতিষী বাবার সাহায্য

বাড়ি বসেই নিজে নিজে
কাটাতে পারবেন শনির কুদৃষ্টি!

মাত্র ৭ দিনেই হাতে নাতে
মিলবে রেজাল্ট

শনির দশা, এই দুই শব্দেই লুকিয়ে যত আতঙ্ক। যাদের জীবনে শনির দশা চলে তাদের জীবনে চরম দুর্ভোগ নেমে আসে। জন্মছকে শনির কুদৃষ্টি থাকলে শনির দশা লাগে। তবে এই শনির দশা কাটানো খুব সহজ। এর জন্য বাড়তি কোনও কাঠখড় পোড়াতে হয় না। একেবারেই ঘরোয়া টোটকাতেই শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই শনিদেবকে শান্ত করা যায়। আর এই ঘরোয়া জিনিসটি হল তেল। আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে তেল। তেলকে ৫ ভাবে ব্যবহার করে শনির দশা থেকে মুক্তি মেলা সম্ভব। এক নজরে দেখুন শনির দশা কাটাতে কীভাবে ব্যবহার করবেন তেল-

১, অশ্বত্থ গাছের নিচে তেলের প্রদীপঃ জ্যোতিষ মতে, তেল গ্রহ-নক্ষত্রের দোষ কাটাতে সহায়তা করে। রোজ চেষ্টা করুন অশ্বত্থ গাছের নিচে একটি করে তেলের প্রদীপ জ্বালানোর। এতে করে জীবন থেকে শনির উপদ্রব কমে।

২, তেলের লুচিঃ শনিবার সম্ভব হলে সরষের তেলের লুচি বানিয়ে দীন-দুঃখীদের মধ্যে বিলি করুন। এতে শনিদেব সন্তুষ্ট হন।

৩, হনুমানজির মূর্তিতে তেল মাখাঃ প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজির মূর্তিতে তেল ও ঘি একত্রে মাখুন। প্রত্যেক সপ্তাহে এটি করলে শনিদেবের কৃপা লাভ হয়।

৪, তেলের মধ্যে নিজের ছায়া দেখুনঃ শনিবার এক বাটি সরষের তেল নিয়ে, তাতে নিজের ছায়া দেখুন। এতে করে শনিদেব প্রসন্ন হন।

৫, সরষের তেল দিয়ে নাড়ু বানানোঃ সরষের তেল দিয়ে নাড়ু বানিয়ে ভগবানকে প্রসাদ চড়ান। এতেও শনিদেব তুষ্ট হন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *