জানেন জন্ম মাস অনুযায়ী কোন মাসের কোন তারিখ আপনার জন্য অশুভ ও অমঙ্গলজনক?
জ্যোতিষশাস্ত্রে কি বলছে দেখুন
জানেন জন্ম মাস অনুযায়ী
কোন মাসের কোন তারিখ
আপনার জন্য অশুভ ও অমঙ্গলজনক?
বেশ কিছু তারিখ থেকে
আপনার সাবধান হওয়া উচিত!
নইলেই ঘোর বিপদ!
জ্যোতিষশাস্ত্রে পরিষ্কার উল্লেখ করা আছে
বেশ কিছু তারিখ!
দেখুন কোন কোন
তারিখ থেকে সতর্ক থাকতে বলছেন
পণ্ডিত মহাজনেরা
শাস্ত্র মতে বেশ কিছু তারিখ জন্ম মাসের সাথে সম্পর্কিত থাকে। এই তারিখগুলো আমাদের উপর অশুভ প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই সময়গুলো একেবারেই উপেক্ষ করা উচিত নয়। শাস্ত্রীয় পণ্ডিত ও জ্যোতিষরা বলেন, এই সময়গুলোতে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। চলুন এক নজরে দেখে নিই, প্রতি মাসের অশুভ তারিখ কোনগুলো-
জানুয়ারিঃ আপনি যদি জানুয়ারি মাসের কোনও তারিখে জন্মগ্রহণ করেন তাহলে অবশ্যই জানুয়ারি মাসের ৪ এবং ১৩ তারিখ বিশেষভাবে সতর্ক থাকুন। কারণ শাস্ত্র মতে এই দুটি তারিখ খুবই অশুভ।
ফেব্রুয়ারিঃ এই মাসে যাদের জন্ম তাদেরকেও বেশ সাবধান থাকতে হবে। কারণ এই মাসে যাদের জন্ম হয় তাদের সাথে সারা জীবন কিছু না কিছু হতেই থাকে। এই মাসে নির্দিষ্ট কোনও তারিখ না থাকলেও শাস্ত্রের নির্দেশ এই গোটা মাসেই সাবধান থাকা উচিত।
মার্চঃ জ্যোতিষশাস্ত্রে বিধান দেওয়া আছে, যাদের জন্ম মার্চ মাসে তাদের অবশ্যই যে কোনও মাসের ১৫ তারিখে বিশেষ সতর্ক হওয়া উচিত। পণ্ডিতদের মতে, মার্চ মাসে জন্মগ্রহণকারীদের জন্য এই তারিখটি বিশ্বাসঘাতকতা এবং দুর্ভাগ্যের প্রতীক।
এপ্রিলঃ যাদের জন্ম এপ্রিল মাসে তাদেরকে এপ্রিল মাসের ১ তারিখে একটু সাবধানে থাকা উচিত।
মেঃ মে মাসে জন্মগ্রহণকারীদের যে কোনও মাসের ৫ এবং ২০ তারিখে একটু সতর্ক হওয়া দরকার। কারণ দুটি তারিখ মে মাসে জন্মগ্রহণকারীদের জন্য একেবারেই শুভ নয়।
জুনঃ জুন মাসে জন্মগ্রহণকারীদের ৬ তারিখ একটু সাবধানে থাকতে হবে। এই সংখ্যাটি তাদের জন্য অমঙ্গলজনক।
জুলাইঃ জুলাইয়ে যাদের জন্ম তাদের অবশ্যই ৭ এবং ২৭ তারিখ একটু রয়ে সয়ে চলা উচিত।
অগাস্টঃ অগাস্টে যারা জন্মেছেন তাদের ৮ থেকে ২৪ তারিখের মধ্যে সতর্ক থাকা আবশ্যক।
সেপ্টেম্বরঃ এই মাসে যাদের জন্ম তাদের, ৯ তারিখে সাবধানে থাকা উচিত। নইলে বিপদের আশঙ্কা থাকে।
অক্টোবরঃ অক্টোবর মাসের ১৩ তারিখে যাদের জন্ম, তাদেরও ভেবে চিন্তে এই মাসে পদক্ষেপ নেওয়া উচিত।
নভেম্বরঃ নভেম্বরে যাদের জন্ম তাদের জন্য ৫ তারিখ খুবই বিপদজনক। এদের যে কোনও কাজে ৫ সংখ্যা থেকে বিরত থাকা উচিত।
ডিসেম্বরঃ বছরের শেষ জন্মগ্রহণকারী ব্যক্তিদের ২৫ তারিখে সতর্ক থাকা উচিত। এই তারিখটি ডিসেম্বরে জন্মগ্রহণকারীদের জন্য একেবারেই অনুকূল নয়।
Leave a Reply