জেলে থাকলেও বেতন পাবে পার্থ, মানিক, জীবনকৃষ্ণ! কাটা হবে না তাদের বেতন, কত টাকা দেওয়া হবে তাদের?
জেলে থাকলেও বেতন পাবে
পার্থ, মানিক, জীবনকৃষ্ণ!
দুর্নীতিতে নাম জড়ালেও
কাটা হবে না মাইনে!
একাউন্টে ঢুকবে মোটা অঙ্কের নগদ!
জেলে বসে কিভাবে টাকা পাবে তারা?
কত টাকা দেওয়া হবে তাদের?
এই মুহূর্তে তারা দুজনেই জেলবন্দী। একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অপরজন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য।পার্থকে সাসপেন্ড করেছে তৃণমূল। অপরদিকে মানিকেরও পদ গেছে সি বি আইয়ের নির্দেশে । দুজনেই এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের অথিতি। তবে এদিন জেলে বসেই বেতন বৃদ্ধির খবর পেলেন এই দুই বন্দী। একধাক্কায় তদের মাইনে বাড়ল ৪০ হাজার টাকা। ১০ হাজার টাকার বদলে এবারে তারা পাবেন ৫০ হাজার টাকা।
কিন্তু ভাবছেন কিসের মাইনে !
কিসের বেতন বৃদ্ধি!?
জেলে বসে সত্যি কি মাইনে পাওয়া যায়।
তাহলে ব্যাপার টা খোলসা করেই বলতে হয়। আসলে অন্য সব পদ হারালেও তাদের বিধায়ক পদটি এখনও অক্ষত রয়েছে। আর সেই কারণেই এদিন জেলে বসেই তারা পেলেন সুখবর। কারন মমত ব্যানার্জী। এদিন তিনি বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন। একধাক্কায় ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধি পায় তাদের। আর সেই সুবাদেই কার্যত জেলে বসেই বেতন বৃদ্ধি পেল এই দুই বন্দীর। শুধু তারাই নয় এই একই সুবিধে পাবেন তৃণমুল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও। সি বি আই তল্লাশির সময়ে যিনি মোবাইল ফোন পুকুরে ছুড়ে বিখ্যাত হয়েছিলেন।
প্রসঙ্গত, গ্রেফতারের পরই কেন্দ্রীয় এজেন্সি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছিল। তাই কৌতূহল সৃষ্টি হয় আদৌ কি তারা মাইনে বৃদ্ধির সুবিধে পাবেন। তবে এই বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ” অসুবিধে হবে কেন, ওদের মাইনে তো অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছেই, মাইনে বাড়লেও তা অ্যাকাউন্টে যাবে”। তবে পরিশেষে, এ কথা মানতেই হয় যে জেলে বসে এমন বেতন বৃদ্ধির ঘটনা সত্যি বিরল।
Leave a Reply