নাবালিকা রেখার সঙ্গে জোর করে এই কুকর্ম করেন বিশ্বজিৎ, প্রসেনজিতের বাবার কুকীর্তির কথা ফাঁস করেন নায়িকা
বুম্বাদার বাবার কুকীর্তি
সম্পর্কে শুনেছেন কখনও?
নাবালিকা রেখার সঙ্গে
জোর করে কুকর্ম করেছিলেন
প্রসেনজিতের বাবা
রেখা রাজি না হলেও
বল প্রয়োগ করেই করেছিলেন
১টি কাজ
ঠিক কি করেছিলেন তিনি?
শুনলে শিউরে উঠবেন
লাইম লাইট মানেই রঙিন একটি জগৎ। তবে এই জগতের লাইট, ক্যামেরা, একশনের পিছনে অনেক কুকীর্তি ঘটে থাকে। যা শুনলে বিশ্বাসই হবে না হয়ত। তেমনি এক কুকীর্তির শিকার হয়েছিলেন অভিনেত্রী রেখা। আর রেখার সঙ্গে কুকর্মটি ঘটিয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যাযতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সিনেমার শুটিং চলাকালীনই রেখার সঙ্গে বলপূর্বকভাবে নোংরা একটি কাজ করেন বুম্বাদার বাবা। সেই সময় রেখার বয়স ছিল সবেমাত্র ১৭। রেখা ছিল একেবারেই নাবালিকা।
ঠিক কি কাণ্ড ঘটিয়েছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়?
সময়টা ছিল ষাটের দশক। সেই সময় মুম্বাইতে বেশ ভালোই নাম ডাক কামিয়েছিলেন বুম্বাদার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছিলেন মুম্বাইয়ের পরিচালদের মন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালোই নাম ডাক তৈরি করেছিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ওরফে প্রসেনজিতের বাবা। অল্প সময়ে নাম, যশ পেয়ে যাওয়ায় অনেক অহংকারি হয়ে ওঠেন। সেই সময় ইন্ডাস্ট্রিতে রেখা নিউ কামার। রেখার সঙ্গে একটি সিনেমায় জুটি বাঁধেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সেই সিনেমার শুটিং এর সময় রেখার সঙ্গে জোর পূর্বক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন বুম্বাদার বাবা। তিনি রেখার সঙ্গে আচমকা চুম্বনের দৃশ্য সম্পন্ন করে।
রেখাকে না জানিয়েই নাকি এই কাজটি করেন তিনি। পরে এই নিয়ে মুখ খোলেন রেখা। রেখা দাবি করেন পরিচালক ও অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় চক্রান্ত করে এই পরিকল্পনা করেন। বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী রেখা। তবে এই নিয়ে কখনও স্বীকারোক্তি দেননি বুম্বাদার বাবা। তিনি বরাবরই এই প্রসঙ্গে চুপ থেকেছেন।
Leave a Reply