সৌরভ গাঙ্গুলী

বলিউডের সাথে ক্রিকেটের সম্পর্ক বহুদিনের। সুন্দরী অভিনেত্রীদের রূপে মুগ্ধ হয়েছেন বহু ক্রিকেট তারকা। বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তীতে বিয়ের পিঁড়ি অবধিও  গড়িয়েছে অনেক সম্পর্ক। তালিকায় যেমন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং মনসুর আলী খান পতৌদি তেমনি রয়েছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি।এছাড়া কিছুদিন আগেই এই তালিকায় নাম জুড়েছে আথিয়া শেট্টি এবং কে এল রাহুলের মতো নব দম্পতির নামও।

কিন্তু এরই মাঝে রয়েছেন একজন  ব্যতিক্রমী অভিনেত্রী যিনি প্রিয় ক্রিকেট তারকাকে ভালোবেসেই কুমারী থেকে গিয়েছেন আজীবন। একতরফাভাবে ভালোবেসেই একা থেকে গিয়েছেন নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রী নাগমা মিরাজকার। নাগমা যাকে মন দিয়েছিলেন তিনি আর কেউ নন,তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেসময় ভারতীয় ক্রিকেট তারকা সৌরভের সারাদেশে অসংখ্য মহিলা অনুরাগী ছিলেন।বলিউড কাঁপানো অভিনেত্রী নাগমাও ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।

বিবাহিত সৌরভের প্রেমেই একসময় হাবুডুবু খেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সৌরভ তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলির প্রতি এতটাই সৎ ছিলেন যে তাঁকে  ছেড়ে তিনি অন্য কারও সাথে সম্পর্কে জড়াননি। সালটা ছিল ২০০১, সেই সময় ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সাথে নাগমার সম্পর্কের গুঞ্জন ছিল পেজ থ্রীর পাতার অন্যতম হট টপিক।

বলিপাড়ায় কানাঘুষো শোনা গিয়েছিল অন্ধপ্রদেশের একটি মন্দিরে নাকি গোপনে  বিয়েও করেছিলেন তাঁরা।  যদিও তা আজ পর্যন্ত কখনও স্বীকার করেননি নাগমা  কিংবা সৌরভ কেউই। পরবর্তীতে দুজনের পথ আলাদা হয়ে যায়।   কিন্তু তারপরেও এমন অনেকবার হয়েছে যখনই ইন্ডিয়া কোন ম্যাচ হারতো তখনই সবাই নাগমার সাথে সৌরভের নাম জড়িয়ে নাগমাকেই  দায়ী করতেন।

তবে ২০০৯ সালের এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলীর নাম না নিয়ে অভিনেত্রী বলেছিলেন তিনি তাঁর  জীবনের সেই ফেলে আসা গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা কখনও ভুলতে পারবেন না। তাই পুরো বিষয়টাই তাকে খুবই অবাক করেছিল। যদিও নাগমা  স্বীকার করেছিলেন সম্পর্ক সত্যি হলে সেটা ছেড়ে চলে যাওয়া যায় না। তার জন্য মানুষ নিজের পরিবারের সাথেও লড়াই করতে পারে।  তবে এক্ষেত্রে ভালোবাসাটা ছিল একতরফা। তাই নাগমা কখনও  সৌরভের নাম না নিলেও কারো বোঝার আর বাকি ছিল না তিনি ওই কথাগুলো কার সম্পর্কে বলেছেন। যদিও আজ পর্যন্ত ওই বিতর্কিত বিষয় নিয়ে একটাও শব্দ খরচ করেননি সৌরভ গাঙ্গুলী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *