নয়নতারা

বিনোদন জগতের সাথে যুক্ত তারকাদের ব্যাক্তিগত জীবন সিনেমার থেকে কিন্তু কোন অংশে কম বর্ণময় নয়। দক্ষিণী সিনেমার এমনই একজন প্রথম সারির অভিনেত্রী হলেন নয়নতারা। তাঁর আসল নাম ডায়না মারিয়াম কুরিয়ান। বর্তমানে স্বামী আর দুই সন্তান নিয়ে সুখী গৃহকোণ অভিনেত্রীর। সেইসাথে কেরিয়ারের দিক দিয়েও এগিয়ে চলেছেন দুরন্ত গতিতে।

সদ্য অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী। আর ডেবিউ সিনেমাতেই সুযোগ পেয়ে গিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের নায়িকা হওয়ার। যা স্বপ্নপূরণের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু জানলে অবাক হবেন একসময় এই শাহরুখ খানেরই নায়িকা হওয়ার সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন নয়নতারা। কিন্তু কেন?

বলিপাড়া সূত্রে খবর, এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ। জানা যায় অভিনয় জগতে কেরিয়ার শুরু করার পর একাধিক দক্ষিণী নায়কের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী। যদিও বেশীরভাগ সম্পর্কই ছিল ক্ষণস্থায়ী।

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, জনপ্রিয় অভিনেতা এবং কোরিয়োগ্রাফার প্রভুদেবার সঙ্গেও ছিলেন নয়নতারা। বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রীর সঙ্গে সাড়ে তিন বছর সম্পর্কে ছিলেন প্রভুদেবা। এমনকি এই দুই তারকার একত্রবাসের গুঞ্জনও শোনা গিয়েছিল একসময়।

কানাঘুষো শোনা যায়, তাঁদের সম্পর্ক এতটাই গভীর হয় উঠেছিল যে একসময় প্রভুদেবাকে সাথে বিয়ে করার কথাও মনস্থির করে ফেলে ছিলেন নয়নতারা। কিন্তু পরবর্তীতে তাঁদের সম্পর্কের খবর ফাঁস হতেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় প্রভুদেবার। এই ঘটনার পর নয়নতারার সাথেও কথা বন্ধ হয়ে যায় প্রভু দেবার।

এখানেই শেষ নয়, মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর শাহরুখ খানের সাথে নয়নতারার অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার নেপথ্য কারণও নাকি প্রভুদেবা। এক দশক আগে ২০১৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ-দীপিকা অভিনীত সুপারহিট সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’। শাহরুখের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই সিনেমারই একটি গান ছিল ‘১২৩৪।’ এই গানের দৃশ্যেই নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নয়নতারা। কিন্তু শাহরুখের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

কারণ হিসাবে কানাঘুষো শোনা যায়, ‘১২৩৪’-এর নাচের দৃশ্যের দায়িত্বে ছিলেন কোরিয়াগ্রাফার রাজু সুন্দরম। যিনি সম্পর্কে নয়নতারার প্রাক্তন প্রেমিক প্রভুদেবার ভাই। সেই কারণে রাজুর সঙ্গে কাজ করতে চাননি নয়নতারা। তাই শাহরুখ খানের সিনেমাতেও আর অভিনয় করা হয়ে ওঠেনি নয়নতারার।

যদিও অপর পক্ষের দাবি, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শুধু মাত্র একটি নাচের দৃশ্যে নয়নতারা অভিনয় করতে চাননি। কারণ সেই সময় নারীকেন্দ্রিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার অপেক্ষায় ছিলেন নয়নতারা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *