শাহরুখ খান

বয়স বাড়লেও কিভাবে জাওয়ান থাকা যায় তা বারবার প্রমাণ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যার  সাম্প্রতিক কালের জলজ্যান্ত উদাহরণ হল অ্যাটলি কুমার পরিচালিত নতুন সিনেমা ‘জাওয়ান’। প্রায় ষাটের দোরগোড়ায় পৌঁছেও কিং খানের ধুন্ধুমার অ্যাকশন আরও একবার মন করে নিয়েছে অনুরাগীদের। বর্তমানে বলিউড বাদশার বয়স ৫৭। কিন্তু এই বয়সেও নিজের থেকে কম বয়সী অভিনেত্রীদের চুটিয়ে রোম্যান্স করে চলেছেন শাহরুখ।শ

নয়নতারা: জাওয়ান সিনেমায় কিং খানের বিপরীতে জুটি বেঁধেছেন সাউথের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে এই সিনেমায় কম বয়সী নয়নতারার সাথে শাহরুখ খানের রোম্যান্স নজর কেড়েছে দর্শকদের। জানলে অবাক হবেন জাওয়ান সিনেমার নায়িকা নয়নতারা সাথে শাহরুখ খানের বয়সের ফারাক ১৯ বছর।

তবে নয়নতারা কিন্তু একা নন বলিউডে এমন আরও অনেক কম বয়সী অভিনেত্রী রয়েছেন যাঁদের সাথে রূপোলি পর্দায় চুটিয়ে রোম্যান্স করেছেন শাহরুখ খান। বক্স অফিসে দারুন ব্যবসা করেছে এই সমস্ত সিনেমা। আসুন দেখে নেওয়া যাক শাহরুখ খানের সেই সমস্ত কম বয়সি অভিনেত্রীদের তালিকা।

তাপসী পান্নু: রাজকুমার হিরানি পরিচরিত শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘ডাঙ্কি। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাপসী পান্নু । সুন্দরী এই অভিনেত্রীর সাথে কিং খানের বয়সের পার্থক্য ২১ বছর।

দীপিকা পাড়ুকোন: তালিকায় রয়েছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনও। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের নায়িকা হয়েছিলেন তিনি। বাস্তব জীবনে শাহরুখ খান দীপাকার থেকে ২০ বছরের বড়।

অনুষ্কা শর্মা: শাহরুখ খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘জিরো’। এই সিনেমায় তাঁর নায়িকা হয়েছিলেন অনুষ্কা শর্মা। তাঁর সঙ্গে বলিউড বাদশাহর বয়সের ফারাক ২২ বছর।

ক্যাটরিনা কাইফ: সুপারহিট বলিউড সিনেমা ‘যব তাক হ্যায় জান’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সাথে চুটিয়ে রোম্যান্স করেছিলেন শাহরুখ । ক্যাটরিনা বয়সে শাহরুখের থেকে নয় নয় করে ১৭ বছরের ছোট।

আলিয়া ভাট:জনপ্রিয় বলিউড সিনেমা ‘ডিয়ার জিন্দেগি’তে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান। জানলে অবাক হবেন কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া শাহরুখের থেকে ২৭ বছরের ছোট।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *