বলিউড ক্রিকেট

বলিউডের সাথে ক্রিকেটের সম্পর্ক বহুদিনের। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা বিয়ে করে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বহু জনপ্রিয় ক্রিকেটারদের। তালিকায় যেমন রয়েছেন শর্মিলা ঠাকুর এবং মানসুর আলী খান পাতৌদি তেমনি রয়েছে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মত একাধিক জনপ্রিয় তারকা দম্পতি।  তবে জানলে অবাক হবেন শুধু ভারতীয় ক্রিকেটারদের সাথেই নয় এমন অনেক বলিউড অভিনেত্রী রয়েছেন যাঁরা সম্পর্কে জড়িয়ে ছিলেন পাকিস্তানি ক্রিকেটারদের সাথেও। আসুন দেখে নেয়া যাক বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের সাথে এমনই কয়েকজন জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেটারদের সম্পর্কের তালিকা।

১.ওয়াসিম আক্রম-হুমা আক্রম মুফতি: একসময় অভিনয় করেই বলিউডে বেশ নামডাক হয়েছিল প্রয়াত অভিনেত্রী হুমা আক্রম মুফতির। অনেকেই হয়তো পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রমের সাথে তাঁর সম্পর্কের কথা জানেন না। ১৯৯৫ সালে বিয়ে হয়েছিল তাঁদের। কিন্তু ২০০৯ সালে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মারা যান মুফতি। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে। যদিও প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবার দ্বিতীয় বিয়ে করেছেনা ওয়াসিম আক্রম।

২. আব্দুল রাজ্জাক-তামান্না ভাটিয়া : বলিউডের অন্যতম সুন্দরী একজন অভিনেত্রী হলেন তামান্না ভাটিয়া। বিটাউনে কান পাতলেই শোনা যায় তাঁদের সম্পর্কের গুঞ্জন। মাঝে এও শোনা গিয়েছিল খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে ব্যস্তে চলেছেন টানে। যদিও তামান্না‌ কিংবা আব্দুল রাজ্জাক এখনও পর্যন্ত কেউই এই বিষয়টি স্বীকার করেননি।

৩. ইমরান খান-জিনাত আমান : পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে নাম জড়িয়েছে একাধিক সুন্দরী বলিউড অভিনেত্রীর। তাঁদের মধ্যেই অন্যতম একজন হলেন জিনাত আমান। যদিও তাঁরা দুজনেই এই সম্পর্ক স্বীকার করেননি কোনোদিন।

৪. ওয়াসিম আক্রম-সুস্মিতা সেন : পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আক্রম আর বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সম্পর্ক ছিল একসময় ওপেন সিক্রেট। যদিও খুব কম সময় সম্পর্কে ছিলেন তাঁরা।

৫.মহসিন খান-রীনা রায়: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহসিন খানও ভারতীয় অভিনেত্রী রীনা রায়কে ভালোবেসে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। পরবর্তীতে তাঁরা বিয়ে করলেও সেই বিয়ে বেশিদিন টেকেনি, তাই ছাদ আলাদা হয়ে যায় তাঁদের।

৬.শোয়েব আখতার -সোনালি বেন্দ্রে: পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আখতার একসময় বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের ‘প্রেমে পাগল’ ছিলেন। একবার এক সাক্ষাৎকারে সোনালী বেন্দ্রের প্রশংসা করে তিনি বলেছিলেন তাঁর সোনালী বেন্দ্রেকে খুব সুন্দর লাগে। এমনকি তাঁকে বিয়ের প্রস্তাবও দেবেন। সেইসাথে রসিকতা করে শোয়েব বলেছিলেন যদি তিনি না বলেন তবে তিনি তাঁকে অপহরণ করবেন।যদিও পরে শোয়েব গোটা বিষয়টা অস্বীকার করেছিলেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *