ভূতের সিনেমা

সারা পৃথিবী জুড়ে ভূতের সিনেমা দেখার প্রচুর দর্শক রয়েছেন। তবে হরর ফিল্মের তৈরিতে এখনও পর্যন্ত সেরা  হইলিউড। এই সিনেমাগুলির গল্পের বুন,প্লট থেকে গল্প বলার ধরণ কিংবা সাউন্ড এফেক্ট সবকিছুই এককথায় অনবদ্য। আসুন দেখে নেওয়া যাক দশে দশ পাওয়া সবচেয়ে ভয়ানক ৪ ভূতের সিনেমার সিনেমার নাম। যা কারও পক্ষেই একা দেখা সম্ভব নয়। এমনকি অনেকে মিলে দেখার পর ভয়ে রাতের বেলা দু চোখের পাতাও এক করা যায় না।

১ স্মাইল: গত বছর অর্থাৎ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিকে দর্শকরা সবচেয়ে ভয়ানক সিমেমা বলেছেন। এই সিনেমার গল্প লেখার পাশাপাশি এই সিনেমাটি পরিচালনাও করেছেন পার্কার ফিন। যা আসলে তাঁর ২০২০ সালের শর্ট ফিল্ম লরা হ্যাজ নট স্লেপ্ট-এর উপর ভিত্তি করে তৈরি। ছবিতে, সোসি বেকন রোজ কটার চরিত্রে অভিনয় করেছেন। যিনি পেশায় একজন ডাক্তার। একজন রোগীকে অদ্ভুভাবে আত্মহত্যা করতে দেখার পর তিনি এমন কিছু অনুভব করছেন যা তাকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিল। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন জেসি টি. উশার, কাইল গ্যালনার, রবিন ওয়েগার্ট, ক্যাটলিন স্টেসি এবং কাল পেন এবং রব মরগান। কেউ চাইলে এই ভয়ানক সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারেন।

২. হেরিডেটারি : এর পরেই দ্বিতীয় স্থানেই রয়েছে ২০১৮ সালের হরর ফিল্ম ‘হেরিডিটি’। যা ২০১৮ সালে মুক্তির পেয়েছিল রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। এই সিনেমার মধ্যে দিয়ে পরিচালক অরি অ্যাস্টর এমন একটি পরিবারের গল্প বলেছেন যাদের ওপর রয়েছে অশরীরী প্রভাব। পরিবারের সদস্যরা একে একে মারা যেতে থাকে। ছবির পরতে পরতে রয়েছে হাড় হিম করা ভয়ের মুহূর্ত। সেই সাথে গায়ে কাঁটা দেওয়ার মতো সাউন্ড এফেক্ট। টনি কোলেট, অ্যালেক্স উলফ, মিলি শাপিরো, অ্যান ডাউড এবং গ্যাব্রিয়েল বাইর্ন অভিনীত এই ছবি দেখে অনেকেই রাতে ঘুমাতে পারেন না। সিনেমাটি বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিওতেও দেখতে পারবেন যে কেউ।

৩. দ্য ব্ল্যাক ফোন:  তালিকায় রয়েছে ২০২১ সালের ভুতের সিনেমা ‘দ্য ব্ল্যাক ফোন’। সিনেমায় দেখানো হয় একটি শিশুকে অপহরণ করা হয় এবং তাকে যেখানে রাখা হয় সেখানে এমন  একটি টেলিফোন রয়েছে যার মাধ্যমে মৃত ব্যক্তিরা ওই শিশুটির সাথে কথা বলে। জনপ্রিয় এই সিনেমাটি  স্কট ডেরিকসন পরিচালনা করেছিলেন ডেরিকসন আর গল্প লিখেছিলেন সি. রবার্ট কারগিল। সিনেমায় অভিনয় করেছিলেন ম্যাসন টেমস, ম্যাডেলিন ম্যাকগ্রা, জেরেমি ডেভিস, জেমস র্যানসোন এবং ইথান হকের মতো একঝাঁক জনপ্রিয় তারকা।  এই সিনেমাটিও  এটি অ্যামাজন প্রাইম ভিডিওতেও দেখা যাবে।

৪. Raw: এরপরেই রয়েছে ২০১৬ সালের হরর ফিল্ম ‘Raw’. জুলিয়া ডুকোর্নাউ রচিত এবং পরিচালিত এই সিনেমায় একটি মেয়েকে আমিষভোজী হিসেবে দেখানো হয়েছিল। এই মেয়েটিকেই একদিন তার প্রেমিকের বাবাকে খেতে দেখা গিয়েছিল। এই ছবিতে গ্যারেন্স মারিলিয়ার, এলা রম্পফ এবং রাবাহ নাট ওফেলার মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছিলেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *