ভারত নাকি ইন্ডিয়া?

ভারত নাকি ইন্ডিয়া? আগামী দিনে আমাদের দেশের নাম আসলে ঠিক কি হতে চলেছে তা নিয়েই এখন রীতিমতো ধন্দে পড়ে গিয়েছেন গোটা দেশবাসী। বিতর্কের সূত্রপাত হয় গত ৫ সেপ্টেম্বর। জি -২০ শীর্ষ সম্মেলনের জন্য রাষ্ট্রপতির সাইন করা ওই আমন্ত্রণপত্রে সকলের চোখ আটকে যায় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা প্রেসিডেন্ট অফ ভারত দেখে।  সাথে সাথেই দাবি উঠতে শুরু করে দেশের নাম  এবার থেকে ইন্ডিয়া নয় শুধুমাত্র ভারতই রাখা হোক। প্রসঙ্গত সামনেই আসছে লোকসভা ভোট। তাই ভোটের আগেই দেশের নাম পরিবর্তন করার কথা উঠতেই বিজেপি বিরোধী দলগুলির দাবি তাদের জোটের নাম I.N.D.I.A. রাখা হয়েছে বলেই কেন্দ্রীয়  সরকার তড়িঘড়ি দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করতে চাইছে।

কিন্তু এখন প্রশ্ন হল ভারত এবং ইন্ডিয়া এই নাম দুটির উৎপত্তি হলো কিভাবে? প্রশ্ন উঠছে ইন্ডিয়া থেকে ভারত নাম পরিবর্তন করতে হলে কত পরিমান টাকা খরচ হবে সরকারের? তাই ইতিমধ্যেই যে টাকার অংকটা সামনে এসেছে তা  শুনলে হুঁশ উড়ে যাবে যে কারও।

ইন্ডিয়া এবং ভারত নামের উৎস কি ?

বর্তমানে ইন্ডিয়া এবং ভারত নাম দুটি নিয়ে তুমুল তরজা চললেও দেশের সংবিধানে কিন্তু উল্লেখ রয়েছে India that is Bharat। অর্থাৎ ভারতই ইন্ডিয়া। আমাদের দেশের নামের উৎস নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। ভারত হোক বা ভারতবর্ষ নামের মূল শিকড়ই রয়েছে পুরাণ এবং মহাভারতে। হিন্দু পুরাণে দক্ষিণ সমুদ্র এবং উত্তর তুষার আবাসের মধ্যবর্তী একটি জায়গাকে ভারত হিসাবে বর্ণনা করা হয়েছে। আবার অনেকের মনে করেন ভারত নামটি এসেছে কিংবদন্তি রাজা ভরতের নাম থেকে।

এছাড়া ভারতমাতা শব্দটির উৎপত্তি হয়  উনিশ শতকের দিকে। বারাণসীতে ভারত মাতা মন্দির নামে একটি মন্দিরের উদ্বোধন করেছিলেন মহাত্মা গান্ধী। তবে বিখ্যাত সমাজবিজ্ঞানী ক্যাথরিন ক্লেমেন্টিন ওঝার মতে, ভারত কোন ভৌগোলিক বা রাজনৈতিক সত্তা নয়, বরং এটি ধর্মীয়, সামাজিক ও সংস্কৃতিক সত্তা। তাছাড়া  ভারত নামের  সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সিন্ধু নদ। সম্ভবত গ্রিকরা  খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে নদীর ওপারের জমিকে বোঝাতে ভারত নামটি ব্যবহার করতেন।

অন্যদিকে ১৭ শতকের মধ্যে ইন্ডিয়া শব্দটি পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল। এছাড়া বেশকিছু পুরনো ইংরেজি সাহিত্যে ইন্ডিয়া শব্দের  উল্লেখ রয়েছে। অষ্টাদশ শতাব্দীর শেষে ব্রিটিশ মানচিত্রেও ইন্ডিয়া শব্দের ব্যবহার বাড়তে শুরু করে। এছাড়া ভারতের তুলনায়  ইন্ডিয়া শব্দটি ব্রিটিশদের পক্ষে উচ্চারণ করা সহজও ছিল। স্বাধীনতার পর গণপরিষদেও ইন্ডিয়া এবং ভারত এই দুই নাম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত দুটি নামই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নাম পরিবর্তন করার খরচ:

কিন্তু এত সহজেই কিন্তু ইন্ডিয়া থেকে ভারত নাম পরিবর্তন করা যাবে না। তার জন্য অনেক কাঠখড় তো পোড়াতেই সেই সাথে খরচের পরিমাণটাও হবে আকাশছোঁয়া। নাম পাল্টাতে হলে  অফিসিয়াল ওয়েবসাইট, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সহ বড় বড় ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। আর প্রত্যেক ক্ষেত্রে খরচও হবে আলাদা। দক্ষিণ আফ্রিকার এক আইনজীবী ড্যারেন অলিভিয়া এই বিষয়টি খানিক স্পষ্ট করে জানিয়েছেন এই পরিবর্তনের জন্য ভারত সরকার দেশের ৮০ কোটি নাগরিকদের রেশন পরিষেবা দেওয়ার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করেন ঠিক ততটাই অর্থ ব্যয় হতে পারে। অলিভিয়ার মডেল সত্যি হলে  ইন্ডিয়া থেকে ভারত রাখার জন্য  খরচ হতে পারে ১৪ হাজার ৩০৪ কোটি টাকা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *