জাদু

ভিনগ্রহীদের নিয়ে ইদানিং বেড়েই চলেছে মানুষের কৌতূহল। আট থেকে আশি সকলেই এখন ভিনগ্রহের বাসিন্দাদের নিয়ে দারুণ কৌতুহলী। ভিন গ্রহীদের অস্তিত্ব আদৌ আছে কিনা তা নিয়ে কৌতূহলের শেষ নেই! তবে আজ পর্যন্ত কত জন খালি চোখে এই ভিনগ্রহীদের  দেখেছেন সেই প্রশ্নের মেলা একপ্রকার অসম্ভব! কিন্তু বাস্তবে যা সম্ভব নয়, রূপলি পর্দায় তা সম্ভব করে তোলা এখনকার ভিএফএক্স  কিংবা গ্রাফিক্সের জামানায় কোন ব্যাপারই নয়।

তবে এই সমস্ত প্রযুক্তির সাহায্য ছাড়াই আজ থেকে প্রায় দু’দশক আগে ২০০৩ সালে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কোয়ি মিল গয়া’র মধ্য দিয়ে এমনই এক ভিনগ্রহীকে রুপালি পর্দায় তুলে ধরেছিলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা তথা পরিচালক রাকেশ রোশন। সিনেমাটি মুক্তির পর  বক্স অফিসে সুপারহিট হলেও তা নিয়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক।

অনেকেই বলেছিলেন আদতে রাকেশ রোশনের এই সিনেমাটি স্পিলবার্গের বিখ্যাত ছবি ‘ই টি— দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল’ ছবির হিন্দি সংস্করণ। তবে সমস্ত বিতর্ককে ছাপিয়ে গিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিল নীল রংয়ের ভিন গ্রহের ওই প্রাণীটি। ড্যাব ড্যাব করে চেয়ে থাকা বড় বড় চোখের  ভীনগ্রহী জাদুকে দেখে প্রাণ জুড়িয়ে গিয়েছিল দর্শকদের।

তাই হৃত্বিক রোশন প্রীতি জিন্টা কিংবা রেখা জির মত বড় বড় তারকাদের ভিড়েও দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ওই ভিনগ্রহী জাদু। যার সংলাপ থেকে, চলাফেরা কিংবা ‘জা-দু….জা-দু… বলা মিষ্টি সুর আজও কানে  বাজে দর্শকদের। কিন্তু জাদুর ওই পোশাকের পিছনে যে জলজ্যান্ত একজন অভিনেতা ছিলেন বহু বছর প্রচারের আড়ালেই থেকে গিয়েছেন তিনি। পাননি যোগ্য সম্মান। তাই জাদুর আড়ালে যে জনপ্রিয় অভিনেতা ছিলেন তাঁর  সঙ্গে পরিচয় হয়নি অনেকেরই।

যদিও এর পিছনেও ছিল একটি  বিশেষ কারণ। আসলে পরিচালক রাকেশ রোশন চাননি যে জাদুকে ঘিরে গোটা সিনেমাজুড়ে এত রহস্য এবং রোমাঞ্চ তৈরী হয়েছে  তার পিছনে থাকা অভিনেতাকে সামনে আনতে। তাতে জাদু চরিত্রটিকে নিয়ে মানুষের কৌতূহল কমে যাবে বলেই আশঙ্কা ছিল পরিচালকের।

পর্দায় ‘জাদু’-র ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রবর্ধন জে পুরোহিত। জানা যায় খর্বকায় এই অভিনেতাকে জাদু চরিত্রের জন্য নেওয়ার আগে চল্লিশ-পঞ্চাশ জন অভিনেতার অডিশন নিয়েছিলেন রাকেশ রোশন। ইন্দ্রবর্ধন পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ইন্ডাস্ট্রিতে তিনি ‘ছোটু দাদা’ বলে পরিচিত।

জানা যায় এই জাদু চরিত্রের জন্য প্রায় কয়েক কিলো ওজন ঝরিয়ে ফেলেছিলেন ইন্দ্রবর্ধন। জাদু সিনেমার জন্য তাঁর  ওই পোশাকটা ডিজাইন করেছিলেন জেমস কালনার ও লারা নামে  এক অস্ট্রেলিয়ান দম্পতি। জানা যায় সেই পোশাক এতটাই  ভারী হতো যে প্রত্যেকবার শুটিং শেষে তিনি তার প্রচন্ড শ্বাসকষ্ট হতো। তাই  প্রতিবার কৃত্রিমভাবে অক্সিজেন নিতে হত অভিনেতাকে। জানা যায়  এক একটা দৃশ্যের শুটিং করতে অভিনেতার প্রায় চার থেকে ছয় ঘন্টা সময় লাগতো। কিন্তু এই  চরিত্রের  জন্য যিনি এত খাটলেন তাকেই  চিনলো না কেউ। তবে যখন তিনি  এই চরিত্রের জন্য  স্বীকৃতি পেয়েছেন তখন তিনি নিজেই পৃথিবী ছেড়ে পা পাড়ি দিয়েছেন অন্য গ্রহে। ২০১৪-র ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন ‘জাদু’ অভিনেতা ইন্দ্রবর্ধন


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *