টাকার লোভে এক কোটিপতি বুড়োকে বিয়ে করেছিলেন জুহি চাওলা! হয়েছিলেন বড়লোক বাড়ির গিন্নি, চেনেন জুহি চাওলার স্বামীকে?
টাকার লোভে এক কোটিপতি বুড়োকে
বিয়ে করেছিলেন জুহি চাওলা!
হয়েছিলেন বড়লোক বাড়ির গিন্নি!
চেনেন জুহি চাওলার স্বামীকে?
কি করেন তিনি?
টাকার উপর ঘুমান
টাকার উপর হাঁটেন
তার সম্পত্তির পরিমাণ শুনলে
হাঁ করে থাকবেন
*৯০ এর দশকের বলিউড সুন্দরী জুহি চাওলা।* তার মনোমুগ্ধকর হাসি মন কেড়ে নিত শত শত যুবকের। সময়ের সাথে সাথে বয়সের ছাপ বাড়লেও তার রূপের জাদুতে আজও মুগ্ধ আট থেকে আশি। কিন্তু বলিউডের এই চার্মিং অভিনেত্রীই হঠাৎ গোপনে বিয়ে সেরে ফেলেন শিল্পপতি জয় মেহেতার সাথে। হতবাক হয়ে যায় অনেকেই।
পেশায় শিল্পপতি জয় মেহেতারা ছিলেন পারিবারিক ভাবে ব্যবসায়ী ও ধনী। তাদের ব্যাবসা বিস্তৃত ছিল ভারত থেকে শুরু করে আফ্রিকা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত। জয়ের পড়াশোনা আমেরিকার নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। এরপর সুইজারল্যান্ড থেকে এমবিএ। ফের তিনি ফিরে আসেন ভারতে নিজের পারিবারিক ব্যবসায়। বর্তমানে তার সংস্থার আনুমানিক বাজার মূল্য ৪১৩০ কোটি টাকা। এ ছাড়াও আই পি এলে বিখ্যাত kkr টিমের শেয়ার হোল্ডার তিনি।
তাদের এই সম্পর্কের সমীকরণও অন্যান্য সম্পর্কের থেকে আলাদা। তাদের প্রথম আলাপ হয় রাকেশ রোশনের একটি পার্টি থেকে। এরপরই দুজনের মধ্যে শুরু হয় বন্ধুত্বের সূত্রপাত। এই সময়তেই জয়ের জীবনে নেমে আসে এক অন্ধকারময় সময়। হঠাৎই প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয় জয়ের প্রথম পক্ষের স্ত্রী সুজাতা বিড়লার। এই সময় শোকে ভেঙে পড়েন জয়। ঠিক সেই মুহূর্তেই জয়ের সবচেয়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন জুহি চাওলা। একটা সময়ের পর তাদের এই গভীর বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। এরই মধ্যে জুহিকে বিয়ের প্রস্তাব দেন জয়। কিন্তু সেই সময়ই হঠাৎ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় জুহির মা মোনা চাওলার। তাই শোকার্ত জুহি প্রথমে মত না দিলেও পরবর্তীতে রাজি হন তিনি। অবশেষে লোকচক্ষুর আড়ালে ১৯৯৫ সালে বিয়ে হয় তাদের। পরবর্তীতে ২০০১ সালে তাদের প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, সর্বসমক্ষে তাদের বিয়ের কথা প্রকাশিত হয়। দু বছর পর এক পুত্র সন্তানের জন্ম দেন জুহি। বর্তমানে স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করছেন জুহি চাওলা।।
Leave a Reply