জানেন কোন ৫টি ঘটনা জন্ম দিয়েছে মহানায়ক উত্তম কুমারকে?

জানেন কোন ৫টি ঘটনা জন্ম দিয়েছে মহানায়ক উত্তম কুমারকে?

জানেন কোন ৫টি ঘটনা জন্ম দিয়েছে
মহানায়ক উত্তম কুমারকে?

৫টি ঘটনা সম্পূর্ণ বদলে দেয়
উত্তম কুমারের জীবন!

ফ্লপ হিরো থেকে বানিয়ে দেয়
বাঙালীর মহানায়ক!

কি সেই ৫টি ঘটনা যা না ঘটলে
উত্তম কুমার আজ অন্য কিছু হত

আজও বাংলা সিনেমা বললে, যার মুখ সর্বপ্রথম ভেসে ওঠে তিনি বাঙালির মহানায়ক উত্তম কুমার। সময় পাল্টে যায় , দিন বদলে যায় কিন্তু উত্তম কুমার একজনই থাকে। তবে জানলে অবাক হবেন এই মহানায়কই একসময় দেখেছিলেন ব্যর্থতা। *তবে ৫টি ঘটনা বদলে দেয় মহানায়কের জীবনের।* *আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই ৫ অজানা ঘটনা-*

১, অগ্নিপরীক্ষাঃ উত্তম কুমারের জীবনে সেরা মাস্টারপিস অগ্নিপরীক্ষা সিনেমাটি। সিনেমায় উত্তমের বিপরীতে ছিলেন সুচিত্রা সেন। এই ছবির হাত ধরেই জন্ম নেয় উত্তম সুচিত্রার মটন হিট জুটি। একেবারে কালজয়ী জুটিতে পরিণত হয় উত্তম সুচিত্রা। সিনেমাটি এত জনপ্রিয়তা পেয়েছিল যে, সারা বাংলায় সাড়া ফেলে দিয়েছিল। এমনকি ভক্তরা সিনেমাটির পোস্টার ছাপিয়ে, লিখেছিল ‘সত্যিকারের ভালবাসার সাক্ষী অগ্নিপরীক্ষা’। অবশ্য এই নিয়ে ক্যাচাল বেঁধে যায় সুচিত্রা সেনের সংসারে।

২. অ্যান্টনি ফিরিঙ্গিঃ উত্তম কুমারকে মহানায়ক বানানোর পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে আরও একটি সিনেমা সেটি হল অ্যান্টনি ফিরিঙ্গি। বলা যায় উত্তম কুমারের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই সিনেমাটি। এই ছবিটি সত্যিকারের ঘটনা অবলম্বনে বানানো হয়েছিল। হেন্সম্যান অ্যান্থনি নামক এক পর্তুগিজের জীবনীর উপর ভিত্তি করে লেখা হয় এই অ্যান্টনি ফিরিঙ্গির চিত্রনাট্য।

৩. ‘দেওয়া-নেওয়াঃ *এই ছবিটি না করলে উত্তম কুমার আজ মহানায়ক হতেন না। সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘দেওয়া-নেওয়া’ ছবিটি আজও সকলের মনের মনি কোঠায় আবদ্ধ। এই সিনেমার প্রযোজকের নাম শুনলে চমকে যাবেন আপনিও। এই সিনেমার প্রযোজনা করেছিলেন শ্যামল মিত্র। হ্যাঁ ঠিকই ধরেছেন ইনি সেই শ্যামল মিত্র যিনি এই সিনেমাটির সংগীত পরিচালনাও করেছিলেন।*

৪. ঘরে বাইরেঃ নিজের বাধা-ধরা নায়ক চরিত্রের বাইরে খুব একটি এক্সপেরিমেন্ট করতে চাইতেন না মহানায়ক। ঠিক সেই কারণেই, কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ সিনেমার সন্দীপ চরিত্রটি তিনি প্রত্যাখ্যান করেন। *অনেকেই মনে করেন উত্তম কুমারের এই সিদ্ধান্ত নাকি ঠিকই ছিল। এই সিনেমা প্রত্যাখানের মধ্যে দিয়েই নাকি তিনি তার নায়কসুলভ ইমেজটিকে রক্ষা করেছিলেন।*

৫. এই পথ যদি না শেষ হয়ঃ আজকের দিনে দাঁড়িয়েও বাঙালি প্রেমিক-প্রেমিকাদের মুখে একটি কথা শোনা যায় তাহল ‘এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো’। কিন্তু জানেন কি এই বিখ্যাত গানের শুটিং এর আগে পরিকল্পনা করা হয়েছিল এই শুটিং ভেস্তে দেওয়া হবে। আসলে এই গানটির শুটিং এর আগে প্রচণ্ড সমস্যার মুখে পড়তে হয়েছিল সুচিত্রা সেনকে। তবে সবকিছুকে হারিয়েই ইতিহাস সৃষ্টি করে এই গানটি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *