২০১৯ সালের পর এই নিয়ে তৃতীয়বার বেতন বাড়লো রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং বিধায়কদের বেতন অনেক কম। তাই সাম্যতা বজায় রাখতে এদিন পুজোর আগেই একেবারে দিল খোলা মুখ্যমন্ত্রী। এক লাফে বিধায়ক এবং মন্ত্রীদের বেতন বাড়ানো হলো ৪০ হাজার টাকা।
উল্লেখ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যে সকল জনপ্রতিনিধিরা জয়যুক্ত হন তাদের বিধায়ক বা MLA বলা হয়। পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন হল ২৯৪ টি। এই সমস্ত বিধানসভা আসনে যারা জয়লাভ করেছিলেন সেই সকল বিধায়কদের প্রত্যেকের বেতন এখন বেড়ে দাঁড়িয়েছে এক লাখ টাকার বেশি। প্রসঙ্গত এই দিন যে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে সেই বর্ধিত ভাতার আওতায় থাকবেন রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী শিবিরের বিধায়করাও।
তবে অপরিবর্তিত রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর নিজের বেতন। প্রসঙ্গত আগেও জানা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বেতন থেকে একটা টাকাও নেন না। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে পুর্নবিবেচনা করার আর্জি জানালেও বিনয়ের সঙ্গেই সেই আর্জি প্রত্যাখান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত এতদিন রাজ্যের বিধায়করা ১০ হাজার টাকা ভাতা পেতেন। বৃহস্পতিবার ৪০ হাজার টাকা বৃদ্ধির পর সেই ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াল ৫০ হাজার টাকা। জানা যাচ্ছে আগে রাজ্যের পূর্ণ মন্ত্রীদের ভাতা সহ বেতন ছিল ১ লক্ষ ১০ হাজার টাকা। ভাতা বৃদ্ধির পর তা এখন ১ লক্ষ ৫০ হাজার টাকায় এসে দাড়িঁয়েছে। অন্যদিকে এতদিন প্রতিমন্ত্রীদের ভাতা সহ মোট বেতন ছিল ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। যা এখন ভাতা বৃদ্ধির পর হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা।
এছাড়া অন্যান্য বিধায়করা এতদিন পেতেন ভাতা সহ ৮১ হাজার টাকা। যা এখন হয়েছে ১ লক্ষ ২১ হাজার টাকা। প্রসঙ্গত ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মন্ত্রী-বিধায়কদের প্রথম বেতন বৃদ্ধি পেয়েছিল ২০১৭ সালে। ওই বছর মন্ত্রীদের বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয় ২২ হাজার টাকা। আর প্রতিমন্ত্রীদের বেতন ৭ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০ টাকা দাঁড়ায় এছাড়া বিধায়কদের বেতন ৫ হাজার থেকে দাঁড়ায় ১৭ হাজার ৫০০ টাকা। বিরোধী দলনেতার বেতন ১০ হাজার ৫০০ থেকে বেড়ে দাঁড়ায় ২২ হাজার টাকা।
এরপর ২০১৯ সালে ফের বৃদ্ধি পায় বেতন। এই বছরে মন্ত্রীদের বেতন ৮২ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার টাকা। তার মধ্যে নাকি শুধু ৯০ হাজার টাকাই ছিল ডিএ। আর প্রতিমন্ত্রীদের বেতন বেড়ে হয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ওই বছরে বর্ধিত ডিএ ছিল ৬০ হাজার টাকা। যা মূল বেতন ২১ হাজার ৮৭০ টাকার সাথে যোগ হওয়ায় বিধায়কদের বেতন দাঁড়ায় ৮১ হাজার ৮৭০ টাকায়।
Leave a Reply