মুখ্যমন্ত্রীর বেতন

জনগণের সেবা করেই দেশের প্রত্যেক রাজ্যের নেতা-মন্ত্রীরা প্রতি মাসে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। তাই প্রত্যেক রাজ্যের বিধায়কদের মাসিক বেতন এবং ভাতার অংকটা শুনলেই  চোখ কপালে উঠবে যে কারও। তবে রাজ্য ভেদে বিভিন্ন রাজ্যের বিধায়ক অথবা মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রীদের বেতন হয়ে থাকে আলাদা আলাদা। তাই একদিকে যেমন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেতন হিসেবে এক টাকাও নেন না। অন্যদিকে তেমনি দেশে এমনও অনেক রাজ্য রয়েছে যেসব রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন সেই রাজ্যের একজন কর্মচারীর মাস মাইনের থেকেও কম হয়ে থাকে।

আবার দেশে এমনও রাজ্য রয়েছে যেখানকার মুখ্যমন্ত্রীর বেতন খোদ দেশের প্রধানমন্ত্রী থেকেও বেশি। ২০১৯ সালের পর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লাফে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধি করেছেন। যার ফলে রাজ্য বিধানসভার প্রত্যেক মন্ত্রী এবং বিধায়কদের বেতন এখন গিয়েছে কয়েকগুণ বেড়ে। আর এরপরেই আমজনতার মনে কৌতুহল জেগেছে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী থেকে বিধায়কদের  বেতনের পরিমাণ কত?

জানা যায় ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলির মধ্যে  ত্রিপুরা এবং মেঘালয়ের বিধায়কদের বেতন সবচেয়ে কম। এই দুই রাজ্যের বিধায়করা বেতন মাত্র ২৫ হাজারের কাছাকাছি। আর মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি বেতন পান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তাঁর বেতন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে বেশি তো বটেই এমনকি ছাপিয়ে যায় খোদ দেশের প্রধানমন্ত্রীকেও। জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতন ১ লক্ষ ৬০ হাজার টাকা। অন্যদিকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বেতন হিসাবে পেয়ে থাকেন প্রতিমাসে ৪ লক্ষ ২১ হাজার টাকা।

তবে শুধু তেলেঙ্গানা নয়, বিধায়কদের বেতনের দিক দিয়েও কিন্তু পিছিয়ে নেই যোগী রাজ্য উত্তর প্রদেশেও। জানা যায় উত্তরপ্রদেশের বিধায়করা প্রতি মাসে বেতন  পান ১ লক্ষ ৮৭ হাজার টাকা। বিহারের বিধায়করা পান ১ লাখ ৬৫ হাজার,তার পরেই রয়েছে ভূস্বর্গ জম্মু-কাশ্মীর। এই রাজ্যের  বিধায়করা বেতন পান ১ লাখ ৬০ হাজার, একই বেতন পান অসমের বিধায়করাও, রাজস্থানের বিধায়করা পান ৫৫ হাজার, এবং সিকিমের বিধায়করা পান ৫২ হাজার, এছাড়া ঝাড়খণ্ডের বিধায়করা পান ১ লাখ ৫১ হাজার টাকা, ওডিশার বিধায়করা পান ৩৫ হাজার।

অন্যদিকে ছত্তিশগড়ের বিধায়করা পান ১ লাখ ৩৫ হাজার, গুজরাটের বিধায়করা পান ১ লাখ ২৭ হাজার, অন্ধ্রপ্রদেশের বিধায়কদের বেতন ১ লাখ ২৫ হাজার, অরুণাচল প্রদেশের বেতন ২৫ হাজার,  গোয়ার বিধায়করা পান ১ লাখ, হরিয়ানা ১ লাখ ১৫ হাজার, হিমাচল প্রদেশের বিধায়করা পান ১ লাখ ২৫ হাজার,  নাগাল্যান্ডের বিধায়করা পান ৩৫ হাজার, পঞ্জাবের বিধায়করা পান ১ লাখ ১০ হাজার, তামিলনাডুর বিধায়করা পান ১ লাখ ১৩ হাজার, ত্রিপুরার বিধায়করা পান ২৫ হাজার ৮৯০,আর  উত্তরাখণ্ডের বিধায়করা পান ৩৫ হাজার টাকা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *