জানেন পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন আগে কত ছিল? এখন মাস গেলে পাবেন লক্ষ লক্ষ টাকা, আগের থেকে কত টাকা বেশি পাবে্ন?
জানেন পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন
আগে কত ছিল?
এখন মাস গেলে পাবেন
লক্ষ লক্ষ টাকা!
ফুলে ফেঁপে ঢোল হবেন বাংলার মন্ত্রীরা!
বর্তমানে কত টাকা বাড়ল?
আগের থেকে কত টাকা বেশি পাবেন?
সম্প্রতি রাজ্যের বিধায়ক ও প্রতিমন্ত্রীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই নিয়েই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। আগে যে পরিমাণ ভাতা পেতেন বাংলার বিধায়কেরা এখন তার থেকেও বেশি ভাতা পেতে চলেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪। এই আসনগুলোতে বিজয়ী প্রতিটি প্রার্থীর বেতন এখন বেড়ে গিয়ে প্রায় ১ লাখের কাছাকাছি হয়েছে। বিধায়কদের ভাতা বৃদ্ধির পর থেকেই অনেকেই জানতে চাইছেন ভাতা সমেত, বিধায়কদের বেতন এখন কত হল?
পশ্চিম বাংলার বিধায়কেরা আগে ভাতা পেত, ১০ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে সেই ভাতা বেড়ে দাড়াল ৪০ হাজার টাকা। অর্থাৎ বাংলার বিধায়কদের ভাতা এখন ৫০ হাজার টাকা। এই তো গেল ভাতার কথা। পশ্চিম বঙ্গের বিধায়কদের বর্তমান বেতনের অঙ্ক জানলে বিশ্বাসই হবে না আপনার। আগে বিধায়কদের বেতন ছিল ৭১ হাজার টাকা। এখন ভাতা সমেত বিধায়কদের বেতন ১ লক্ষ ২১ হাজার টাকা। এই নিয়ে দুবার বিধায়কদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। এদিকে, রাজ্যের পূর্ণ মন্ত্রীরা ভাতা সহ বেতন পেত ১ লক্ষ ১০ হাজার টাকা। ভাতা বৃদ্ধির পর তাদের বেতনের অঙ্ক দাঁড়ালো ১ লক্ষ ৫০ হাজার টাকা। একইভাবে প্রতিমন্ত্রীদের আগে ভাতা সহ মোট বেতন ছিল ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাতা বেড়ে যাওয়ার পর থেকেই প্রতিমন্ত্রীদের বর্তমান বেতনের অঙ্ক ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা।
তবে বিধায়কদের বেতন বাড়ালেও নিজের বেতন বাড়াননি মুখ্যমন্ত্রী। একেবারে সাধারণ জীবনে অভ্যস্থ তিনি। বই লিখে, ছবি এঁকেই নাকি ভালো উপার্জন করছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর।
Leave a Reply