জাওয়ান

বয়স প্রায় ষাটের কোটায় হলেও আজও জাওয়ান তিনি। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে শাহরুখ খান আর তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জাওয়ান নিয়ে। দর্শকদের বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৭ সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে, অ্যাটলি কুমার পরিচালিত সিনেমা জাওয়ান। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছেনকিং খান।  শাহরুখ ভক্তদের কাছে তাঁর সিনেমা মুক্তি দিন কোন উৎসবের থেকে কম নয়। গতকালও তার ব্যতিক্রম ছিল না।

জাওয়ানের প্রথম শো  শুরু হয়েছিল  ভোর পাঁচটা থেকেই। তাই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে, মুম্বাই থেকে কলকাতা দিল্লি থেকে চেন্নাই কিম্বা ভূস্বর্গ কাশ্মীর সব জায়গাতেই সিনেমাহলের বাইরে ছিল লম্বা লাইন। যদিও দর্শকরা অনেকেই অগ্রিম বুকের বুকিং করে রেখেছিলেন। কিন্তু এসবের মধ্যেই প্রথম দিনেই ঘটে যায় একটা বড় বড় অঘটন। ইন্টারনেটে ফাঁস হয়ে যায় জওয়ানের পাইরেটেড কপি। জওয়ান রিলিজের কয়েক ঘণ্টার মধ্যেই  লিক হয়ে যায় সিনেমার লিংক।

বেআইনি ভাবে  অনলাইন প্ল্যাটফর্ম থেকে জওয়ান ডাউনলোড করলে তা কিন্তু  আপনাকে বিপদে ফেলতে পারে। আমাদের দেশে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ। তাই এইভাবে অবৈধ ওয়েবসাইট থেকে সিনেমা ডাউনলোড এবং দেখার অভ্যাস যদি আপনার থাকে  তাহলে আপনার বিরুদ্ধেও নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও। তাই আপনি যদি ভাবেন সিনেমা হলে না গিয়েই বাড়ি বসে বিনামূল্যে শাহরুখ খানের জাওয়ান দেখবেন তাহলে তার আগে অবশ্যই আপনার এই  গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা প্রয়োজন।

ভারতে পাইরেসি নিষিদ্ধ

অনলাইন প্ল্যাটফর্ম থেকে সিনেমা ডাউনলোড করা ভারতীয় আইনে দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যদি জাওয়ান ডাউনলোড করার এমন কোনো লিংক খুঁজে পান তাহলে তার ওই সিনেমা ডাউনলোড করা থেকে বিরত থাকা উচিত। তা নাহলে কপিরাইট আইন ১৯৫৭ অনুযায়ী যে কারও বিরুদ্ধে পাইরেসির মামলা হতে পারে।

নিরাপত্তার সাথে আপস করবেন না

এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন পাইরেসি মুভি আর ওয়েবসাইট গুলিতে ভাইরাস, ম্যালওয়ারের মতো বিপজ্জনক জিনিস থাকে। যা গ্রাহদের মোবাইল বা কম্পিউটারে পৌঁছালে তা ব্যক্তিগত বিবরণ থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই হ্যাক করে ফেলতে পারে।

জেল হতে পারে

নিয়ম না মেনে বেআইনি ভাবে শাহরুখ খানের জওয়ান সিনেমা ডাউনলোড করলে কঠিন শাস্তি হতে পারে। সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ১৯৫২-এর সংশোধিত বিল অনুসারে, যদি কোনও ব্যক্তি কোনও সিনেমার পাইরেসি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে তার ৩ বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা হতে পারে।

যেখানে জওয়ানকে অনলাইনে দেখতে হবে

তবে কেউ যদি নিতান্তই বাড়িতে বসেই জাওয়ান দেখতে চান, তাহলে আপনাকে OTT প্ল্যাটফর্মে রিলিজ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেকোনও সিনেমাই এখন প্রেক্ষাগৃহ থেকে সরানোর ২-৩ মাসের মধ্যেই চলে আসে OTT-তে।

সেরা বিকল্প

তবে কেউ যদি সত্যিই শাহরুখ ভক্ত হন, তাহলে জওয়ান দেখার সিনেমা হলে যাওয়াই সবচেয়ে ভালো। কারণ সিনেমাহলে সিনেমা দেখার সাথে তুলনা চলে না কোনো কিছুরই। তাছাড়া অনলাইনে জওয়ান ডাউনলোড করলে আপস করতে হবে খারাপ মানের ভিডিওর সাথেও।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *