‘ভারাত! এমন দেশ আমি চিনি না”! দেশের নাম পরিবর্তন নিয়ে রেগে কাঁই কবীর সুমন
‘ভারাত! এমন দেশ আমি চিনি না”
দেশের নাম পরিবর্তন নিয়ে
রেগে কাঁই কবীর সুমন!
হিন্দি উচ্চারণ দিয়ে দেশের
নামকরণ কেন্দ্রকে বিঁধলেন
বাঙালী গায়ক
দেখুন কি বললেন
*ভারত বনাম ইণ্ডিয়া* এই নিয়েই তোলপাড় গোটা দেশ। দেশের নাম পরিবর্তনকে কেন্দ্র করে
তরজায় শাসক ও বিরোধী শিবির। ঘটনার সূত্রপাট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণ পত্রকে ঘিরে। সামনেই G-20 সামিট। সামিটে যে সমস্ত দেশ অংশগ্রহণ করবে, তাদের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। আর সেই আমন্ত্রণ পত্রের উপর মোটা মোটা হরফে লেখা, ‘প্রেসিডেন্ট অফ ভারত’। ব্যাস এখান থেকেই শুরু হৈ চৈ। একেই অনেক দিন আগে থেকেই দেশের নাম পরিবর্তনের জিগির তুলেছে ক্ষমতাসীন দল। তার উপর রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্রে ইণ্ডিয়ার পরিবর্তে ভারত লেখা, সব মিলিয়ে দেশের নাম পরিবর্তনের জল্পনাতেই যেন শিলমোহর পড়তে চলেছে! এবার এই নিয়েই মুখ খুললেন, জনপ্রিয় বর্ষীয়ান গায়ক কবীর সুমন।
ঠিক কি জানিয়েছেন তিনি?
গায়কের কথায়-
তিনি দেশের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে হতাশাগ্রস্থ। তার প্রশ্ন, তবে কি আর কখনও ভারতকে ইণ্ডিয়া বলার সুযোগ পাবেন না তিনি! ইন্ডিয়া নাম নিয়ে ক্ষমতাসীন দলের কিসের এত আপত্তি সেই নিয়েও প্রশ্ন ছুঁড়েন। পাশপাশি, কবির সুমনের ক্ষোভ জড়ানো প্রশ্ন, ভারতকে, ভারত বলবেন নাকি ভারাত বলবেন!
এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন-
‘আমার ভাষা হিন্দি নয়। আমার ভাষা বাংলা। আমি ভারতবর্ষের নাগরিক। ‘ভারাত’ নামে কোনও দেশকে আমি চিনি না। এবং চিনতে চাইও না। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরুন জার্মানি। ওইদেশের নামটা তো জার্মানি নয়, ডয়েচল্যান্ড। কোনও জার্মানকে তো এ নিয়ে ভাবতেও দেখিনি আর বলতেও শুনিনি কখনও। ফ্রান্স যেমন আমরা ইংরেজিতে বলছি, ফরাসিরা তো আর ফ্রান্স বলে না। ওরা ফ্রঁস বলে। আমি হঠাৎ ইন্ডিয়া বলব নাই বা কেন।’
দেশের নাম পরিবর্তনের বিষয়টি একেবারেই মানতে পারছেন না গায়ক। সেটাই যেন ধরা পড়েছে তার প্রতিটা কথায়।
Leave a Reply