বাংলার নেতা মন্ত্রীদের বেতন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী! জানেন বর্তমানে কত টাকা পাচ্ছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলনেতা, বিধায়করা?

বাংলার নেতা মন্ত্রীদের বেতন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী! জানেন বর্তমানে কত টাকা পাচ্ছেন মুখ্যমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলনেতা, বিধায়করা?

বাংলার নেতা মন্ত্রীদের
বেতন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী!

আগে যত টাকা পেতেন তার থেকেও
এখন বেশি বেতন পাচ্ছেন সকলে

জানেন কত টাকা পাচ্ছেন
মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলনেতা, বিধায়করা?

তারা আগে কত টাকা পেতেন?
এখন কত পাচ্ছেন?

টাকার অঙ্ক জানলে
ভিমড়ি খাবেন আপনিও!

পুজোর আগেই খুশির হাওয়া বিধানসভায়। এর কারণ মমতা ব্যানার্জির নতুন ঘোষণা। নির্বাচনের আগে এবারে মন্ত্রী- MLA দের জন্যও কল্পতরু মমতা। খুলে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার। পুজোর আগেই বেতন বাড়তে চলেছে বিধায়ক , মন্ত্রীদের।

জানলে অবাক হবেন ,পাঁচ দশ নয় একেবারে ৪০ হাজার টাকা বেতন বাড়ল রাজ্যের বিধায়কদের। এতদিন মাসিক ১০ হাজার টাকা পেতে রাজ্যের বিধায়করা। এবারে সেটি বেড়ে হলো ৫০ হাজার টাকা। যদিও বেতন হিসেবে শুধু ১০ হাজার টাকা পেলেও অন্যান্য ভাতা ও বৈঠকে যোগ দিলে সেই বাবদ তারা পেতেন মাসিক ৮০ থেকে ৮২ হাজার টাকা। এবার সেই টাকার অঙ্কটি পেরোবে লাখের গণ্ডি।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ” বিধায়করা সবথেকে কম বেতন পায়। এতদিন তারা মাসে 10 হাজার টাকা করে বেতন পেতেন। এখন থেকে পাবেন ৫০ হাজার টাকা করে।” যদিও নিজের প্রসঙ্গে তার বক্তব্য, ” সাংসদ হিসেবে এক লক্ষ টাকা পেনশন পেতাম। আমি নিইনি। মুখ্যমন্ত্রী হিসেবে যে বেতন পাই তাও নিই না। মা মাটি মানুষের সরকার। আমার ঠিক চলে যায়।”

শুধু বিধায়করাই নন বেতন বৃদ্ধি হল মন্ত্রীদেরও। আগে যেখানে মন্ত্রীরা ভাতা সহ মোট বেতন পেতেন ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা সেখানে এবার থেকে তারাই পাবেন ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। আর বিধায়কদের মোট বেতন ভাতা-সহ ছিল ৮১ হাজার টাকা যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২১ হাজার টাকা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *